দ্যা অ্যাসেন্ড (The Ascend)

বইয়ের নামঃ দ্যা অ্যাসেন্ড (The Ascend)

লেখকঃ মোঃ এজাজুল করিম;

পাবলিকেশনঃ জ্ঞানকোষ প্রকাশনী;

 এ গল্পটি জীবন থেকে নেয়া। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গল্পের নায়ক একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিছুক্ষণ আগে যার এক্সিডেন্ট হয়েছে। নিথর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে। যদিও কথা বলার, চোখে দেখার, ও শরীর নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেসে সে কিন্তু শুনতে পাচ্ছে সবই, অনুভব করতে পারছে চারপাশের সবকিছু।



 মনের মধ্যে ভেসে বেড়াচ্ছে সৃতির মেঘ মালা। ভেসে উঠছে শৈশব, কৌশর ও যৌবনের কত কথা। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছে তার বর্তমান অবস্থার সাথে দেহ মনের সম্পর্কের কথা। মেলাতে চাইছে বাস্তবতার সাথে জেনে আসা বিষয় গুলো।


প্রাণ প্রাচুর্যে ভরা এই গল্পের নায়ক, এই টগবগে তরুণ কি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে না হারিয়ে যাবে অনন্তে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ