দিনগুলি রাতগুলি Bangla Book review ll bookpoint24


রবিশনকর বল লিখেছিলেন," সৈকত ভাল লেখেন, কী খারাপ লেখেন, তা আমার ভাবার এক্তিয়ারে পড়েনা। এ তো আর 'চুপ, আদালত জারি আছে'র মতো ব্যাপার নয়। এখানে গণেশ পাইনের 'আততায়ী'র মুখ আলো-অন্ধকার ফাঁসিয়ে মাঝে মাঝে জেগে ওঠে। পিটার স্যাফারের নাটকে সতেরো বছরের অ্যালান কেন পাঁচটি ঘোড়াকে অন্ধ করে দিয়েছিল? ড. ডিমার্ট কোনোদিন কি তা জানতে পারবে? আমরা জানতে পারব? 

'দিনগুলি রাতগুলি' চোরাস্রোতে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। কোথায়? সেই হদিশ জানা থাকলে এ লেখা তো আর উপন্যাস হতনা। মিথ্যার চেয়েও সত্যের বড় বিপজ্জনক শত্রু আত্মবিশ্বাস। সৈকতের উপন্যাস এই আত্মবিশ্বাসের প্রতিস্পর্ধী সত্যের হিরণ্ময় মুখ।" 

-'দিনগুলি রাতগুলি' বইয়ের ভূমিকায় লিখেছিলেন, রবিশঙ্কর বল।


এই বইমেলায় প্রকাশের পর প্রথম সংস্করণ নি:শেষিত,  নতুন মুদ্রণ চলে এসেছে আবার। পাবেন, কলেজস্ট্রীট ও www.collegestreet.net এ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ