উপন্যাস : কোথাও কেউ নেই।
লেখক : হুমায়ূন আহমেদ
প্রকাশনী : কাকলী
মূল্য : তিনশত টাকা।
ছবি : কোথাও কেউ নেই,নাটকের শেষ দৃশ্যের অবলম্বনে।
উপন্যাসের কাহিনীটা এমন ছিল যে,
বাবা মা মরা মুনা মামার বাড়িতে বড় হয়। মামার সংসারের সব দায়িত্ব তার কাঁধে,তার মামী প্রচন্ড অসুস্থ হয়ে ঘর বন্ধী। মুনা মামুনকে খুব ভালোবাসে মামুনও তাকে।
কিন্তু শেষে মামুনের সাথে মুনার বিয়ে হয়নি। কিন্তু কেন হয়নি,তা জানতে হলে বইটা পড়তে হবে।
আবার বাকের মুনাকে খুব পছন্দ করতো। বাকের ছিল এমন একজন যে,এলাকার মানুষের বিপদে সব সময় এগিয়ে আসে। মুনার খুব ইচ্ছে ছিল বাকেরকে নিয়ে হারিয়ে যাবে দূরে কোথাও। কিন্তু মুনা কি পেরেছিল,বাকেরকে নিয়ে হারিয়ে যেতে? বাকেরের বা কি হয়েছিল? বা মুনার শেষ পরিণতি কি হয়েছিল?
এসব জানতে হলে পড়ে ফেলতে হবে,চমৎকার উপন্যাসটি।
পাঠক হিসেবে ভালো লাগার কিছু লাইন!!
- কিছু কিছু মানুষ শুধু মাত্র কষ্ট পাওয়ার জন্যই বেঁচে থাকে।
- বাকের ভাই আমি বোধ হয় আপনাকেই ভালোবাসলে ভালো হতো।
- আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি।
- মুনা আমি বদিকে যে কত ভালোবাসি,তা তোমাকে বলে বুঝাতে পারবো না।
- মানুষ বড় দুঃখে কাঁদে না,কাঁদে ছোট ছোট দুঃখে।
বি: দ্রষ্টব্য: কোথাও কেউ নেই, পাঠক হিসেবে আমার ভালো লাগার লাইন গুলো; কোথাও কেউ নেই নাটক থেকে নেওয়া।
বইটা পড়ার পর অবশ্য নাটকটা একবার হলেও দেখে নিবে।
Kazi Arzina
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....