আল্লাহর প্রতি সুধারণা



আমি ধৈর্যধারণ করতে সক্ষম নই’ এ কথা বলবেন না । আল্লাহর কাছে যদি মন থেকে সাহায্য কামনা করতে পারেন  , তাহলে নিশ্চিত থাকুন যে , তাঁর সাহায্য আপনার সাতে থাকলে এইসব বিপদ কাটিয়ে ওঠা আপনার জন্য কােনো ব্যাপারাই নয় ।


 আপনি স্বরণ করুন গর্তওয়ালাদের কথা , ফিরাউনের যাদুকদের কথাঃ স্বরণ করুন ফেরাউনকন্যা চুল চিরুনীকারীনি নারীর কথা । এতো কঠিন বিপদে তারা কিভাবে ধৈর্যধারণ করতে পেরেছিলেন ? ঈমান যখন তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে , তখন আল্লাহর রাস্তায় নিজেদের উৎসর্গ করার জন্য তারা উদগ্রবী হয়ে উঠেছে । অথচ পূর্বে তারা ছিলো মুশরকি । তো যেই সওা তাদের ধৈর্যধারণের তাওফীক দান করেছেন , তিনি আপনাকেও আবশ্যই এই তাওফিক দান করবেন যদি আপনি তার কাছে আশ্রয় প্রার্থনা করেন ।

                                                                          -- ড . ইয়াদ কুনাইবি

---------------------------------------

বইঃ আল্লাহর প্রতি সুধারণা 

লেখকঃ ড. ইয়াদ আল কুনাইবি

অনুবাদকঃ হাসান মাহমুদ

প্রচ্ছদ মূল্যঃ ৩০০

পৃষ্ঠা সংখ্যাঃ ২৩০

ধরণঃ পেপ্যারব্যাক

প্রকাশনাঃ শব্দতরু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ