সুন্দরবনে সাত বৎসর

 বইঃ সুন্দরবনে সাত বৎসর

লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়



বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব পছন্দের একজন লেখক।পথের পাচালি, অপুর সংসার, অপরাজিতাসহ তার আরও অনেক লেখা পড়ে প্রচণ্ড মুগ্ধ হয়েছি। 


বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাচ্চাদের জন্য লিখেছেন। সুতারাং উপন্যাসটি বাচ্চাদের মত করে পড়লে আনন্দ পেতে পারেন নতুবা এড়িয়ে চলুন, এই সাহিত্যিকের অন্যান্য লেখাগুলোতে যে সাহিত্যসুধার স্বাদ আমি ইতোপূর্বে পেয়েছি, এই লেখায় তার ছিটেফোঁটাও পাইনি। অবশ্য এই উপন্যাসের শুরুটা অন্য কেউ করেছিলেন বলে জেনেছি এবং বিভূতিভূষণের ওপর শেষাংশ নির্মাণের ভার পড়েছিল।


উপন্যাসটি সাদামাটা একটা গল্প। অনেকটা ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ডের ব্রেয়ার গ্রেইলসের বনে-বাদারে ঘুরে আবার যথাস্থানে ফিরে আসার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ