বই -- দেবযানী
লেখক --কোয়েল তালুকদার
ধরন -- সমকালীন গল্প
প্রকাশক -- বাঙ্গালা গবেষণা
প্রচ্ছদ -- মোস্তাফিজ কারিগর
মূল্য -- ২৭০ টাকা।
রিভিউ লিখেছেন -- চাষী সিরাজুল ইসলাম
দেবযানীর কথা /
চাষী সিরাজুল ইসলাম আমার বন্ধু।
ও সিনেমা প্রেমিক মানুষ৷ ওর অগ্রজ বরেণ্য চলচ্চিত্র পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলাম। ওর সাথে বন্ধুত্ব আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে।
চাষী খুব ভালো লেখে। ইতোমধ্যে ওর বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি ওর ভক্ত। ও যখন লিখল আমার দেবযানীকে নিয়ে। তখন, সত্যিই আমি আপ্লূত
হলাম।
চাষী ওর টাইমলাইনে লিখেছে--
'কোয়েল অামাদের ভালো বন্ধু। বর্তমানে বাংলা কথাসাহিত্যে এক নতুন অালো। ইতোমধ্যে ওর তিন তিনটে গল্পগ্রন্থ বেরিয়েছে। প্রথম বই 'পূর্ণিমা নিশিথে-সম'।দ্বিতীয় বই 'মহুয়া বনে'। এবার বেরিয়েছে গল্পগ্রন্থ 'দেবযানী'। ওর গল্পে বিষয় ভাবনায় নতুনত্ব ছাড়াও স্বতন্ত্ররীতির মেলবন্ধন ঘটেছে। ইতোমধ্যেই সে পাঠক সমাজের দৃষ্টি অাকর্ষণ করতে পেরেছে। এবারের বই দেবযানীতে ৩৭টি গল্প অাছে। এই বইটিও বাঙ্গালা গবেষণা প্রকাশনী থেকে বেরিয়েছে। এই বইটিও অাগের দুটোর মতো সমাদৃত হবে বলে অাশা করছি। কথা সাহিত্যিক বন্ধুবর কোয়েল তালুকদারের সাফল্য কামনা করছি।"
উল্লেখ্য, বইটি রকমারি সহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....