ফিকহুল মুকারান বা তুলনামূলক ফিকহ’ book review ll bookpoint24



ইসলামী শরীয়তের যে কোন একটি মাসআলা সম্পর্কে কোন ফকীহ বলেছেন তা নাজায়েয আবার কোন ফকীহ বলেছেন জায়েয। প্রত্যেকেই নিজ নিজ মতের পক্ষে দলীল প্রমাণও উপস্থাপন করেছেন। 


এমন দৃশ্য আমাদের কাছে অতি স্বাভাবিক। কিন্তু কেন এই মতবিরোধ? কিভাবে নিরসন হবে এই মতপার্থক্য? কোন মতটি অগ্রাধিকার পাবে? এর পদ্ধতিই বা কী? এ জাতীয় অসংখ্য প্রশ্নকে কেন্দ্র করেই রচিত হয়েছে একটি শাস্ত্র ‘ফিকহুল মুকারান বা তুলনামূলক ফিকহ’। বাংলাদেশসহ সারা বিশ্বে উচ্চতর ইসলামিক শিক্ষায় যা একটি আগ্রহের বিষয়। বাংলাভাষাভাষী ইসলামী জ্ঞান পিপাসুদের উদ্দেশ্যে প্রফেসর ড. আহমদ আলী প্রণীত এগ্রন্থে আলোচিত হয়েছে ইসলামী আইনের তুলনামূলক অধ্যায়নের পদ্ধতি প্রক্রিয়া ও বিধিবিধান। এটি ইসলামী আইন সম্পর্কে জানতে আগ্রহী প্রত্যেক পাঠকেরই সংগ্রহে রাখার মতো একটি অনন্য গ্রন্থ। গ্রন্থটি ইতোমধ্যে বোদ্ধামহলে ব্যাপক সাড়া ফেলেছে।


উল্লেখযোগ্য আলোচনাঃ-


১.ফিকহের পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ।


২. ইজতেহাদের যুগ, ফিকহ সংকলন ও গ্রন্থনার স্বর্ণযুগ, তাকলিদের যুগ, বর্তমান যুগ।


৩. ফিকহি মতপার্থক্য, পার্থক্যের মৌলিক কারণ


৪. তুলনামূলক ফিকহের উৎপত্তি ও ক্রমবিকাশ


৫. প্রধান ফিকহী মাযহাবের পরিচয় ও বৈশিষ্ট্য।


৬. অবলুপ্ত মাযহাব সমূহ, মাযহাবসমূহের ফিকহী পরিভাষা।


৭. ফিকহের উৎস ও দলিলসমূহ তুলনামূলক বিশ্লেষণ।


৮. ফিকহী দলিলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব, প্রকৃতি ও নিরসন।


৯. মাসয়ালা অগ্রাধিকারনির্ধারণ পদ্ধতি।


১০. ইজতিহাদ, ফতোয়া ও তাকলিদ।


 ফিকহের আরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।


বইটি প্রকাশ করেছে:-

‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’

পৃষ্ঠা সংখ্যা: ৭০০। মুদ্রিত মূল্য-৭০০/-, নিয়মিত মূল-৪৯০/- ( ৩০% ছাড়), বিশেষ ছাড়ে বর্তমান মূল্য- ৪২০/-(শুধু মাত্র বইমেলা উপলক্ষে)

তাই আর দেরি না করে চলে আসুন বাইতুল মুকাররমের দক্ষিন আঙ্গিনার মাসব্যাপী ইসলামি বইমেলার ল’ রিসার্চ পাবলিকেশনের স্টলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ