বইয়ের নাম- আতশকাচে দেখা বাদশা হারুনুর রশিদ
মূল– ড. শাওকি আবু খলিল
অনুবাদ–কাজী মঈনুল হক
নিরীক্ষণ–ইমরান রাইহান
সম্পাদনা–মাহমুদ বিন নূর
প্রকাশনী– মাকতাবাতু ইবরাহীম
কভার– হার্ডকভার
বইয়ের ধরণ – ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব
পৃষ্ঠা সংখ্যা – ৩৩৬ (ওজন: ৮০ অফহোয়াইট পেপার)
প্রচ্ছদ মূল্য –৪৫০ টা
আব্বাসি খলিফাদের মধ্যে যেই খলিফার কথা আমরা সবচেয়ে বেশি শুনেছি তিনি হলেন খলিফা হারুনুর রশিদ। এই খলিফা কে নিয়ে এত বেশি কেচ্ছা কাহিনী সমাজে প্রচলিত যে কোনটি আসল আর কোনটি এটি সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল। তাই এমন অনেক তথ্যই সমাজে প্রচলিত যা আসলে সত্য নয়।
তাই এই মহান খলিফা সম্পর্কে যদি বিশুদ্ধ ইতিহাস জানতে চান তাহলে মাকতাবাতু ইবরাহীম থেকে সদ্য প্রকাশিত আতশকাচে দেখা বাদশা হারুনুর রশিদ বইটি। এখানে লেখক ড. শাওকি আবু খলিল খলিফা হারুনুর রশিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন এবং একই সাথে গঠনমূলক পর্যালোচনাও করেছেন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....