মা,মা,এবং বাবা by Arif Azad book review ll bookpoint24

 


পিতা-মাতা এবং সন্তানের মধ্যকর সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বর্থরতার ছোঁয়া।  মায়া, মমতা, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত  চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তাঁরাই থাকেন মূল ভূমিকায়।


অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ায় লোভ আর মোহে পড়ে বাবা-মা'কে ভুলে যায়,  ভুলে যায় তাদের অবদান,  ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিনতি? 


অথবা, এমনসব সৌভাগ্যবান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা'কে আগলে রাখে, ভালোবাসে,  যেভাবে শৈশব তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাথা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? 

সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা,মা,এবং বাবা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ