▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
বই : আমাদের সোনালি অতীত.
লেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি.
অনুবাদক : আবদুন নুর সিরাজি.
পৃষ্ঠা : ১৬o.
মুদ্রিত মূল্য : ২২o.৳
প্রকাশনায় : মুহাম্মদ পাবলিকেশন.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
মানুষ গল্পপ্রিয়। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। আমাদের গল্প পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বয়ান-বক্তৃতায় যদি থাকে গল্পের রস, তাহলে তো কথাই নেই! সকল শ্রোতা নড়ে-চড়ে বসে। একেবারে মজে যায়। হারিয়ে যায় গল্পের মাঝে।
এ কথা অনস্বীকার্য যে, বিষয়বস্তু শ্রোতাদের অন্তরে গভীরভাবে প্রতিক্রিয়া সৃষ্টির ব্যাপারে গল্পময় নাসিহাহ্ ও কাহিনির অবতারণার কোনো বিকল্প নেই৷ আর সেসব গল্পগুলো যদি হয় সাহাবাজীবনের, তাহলে তো কোনো কথাই নেই।
কেননা, রাসূল ﷺ এর ইনতেকালের পর সারা পৃথিবীতে যারা ইসলামের আদর্শ ও আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের রক্ত, ঘাম, শ্রম ও বিপুল ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারাই হলেন রাসূলের প্রিয় সাহাবী রাদিআল্লাহু আনহুম। রাসূল ﷺ এর পর তাদের জীবনে ও কর্মে ইসলামের প্রায়োগিক রুপ মূর্ত হয়ে উঠেছিল। তাই ইসলামকে বুঝতে ও জানতে হলে সাহাবিগণের জীবনাদর্শ, তাদের জীবনের গল্প ও নসিহতের কোনো বিকল্প নেই।
সাহাবি ও তাবেয়ি- জীবনের নানান চিত্র উঠে এসেছে গল্পের ভাষায়। ছোট ছোট গল্পের মাধ্যমে উঠে এসেছে সোনালি মানুষের দিনযাপন। সাহাবিদের জীবনের চিত্তাকর্ষক হীরাখন্ডগুলো ছড়িয়ে আছে বইয়ের পাতায় পাতায় । জীবনের পরতে পরতে বিশুদ্ধতার ছোঁয়া পৌছে দেবার এবং জীবন বদলে দেওয়ার গল্পভাষ্যই হলো - আমাদের সোনালি অতীত।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....