Book Specification
Title | ১৯৭৫ |
Author | মোস্তফা কামাল |
Publisher | অন্যপ্রকাশ |
Quality | হার্ডকভার |
ISBN | 9789845027472 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 320 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
১৯৭৫ অনবদ্য একটি উপন্যাস। স্বাধীন বাংলাদেশে ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র নয় মাসে দেশকে একটি গণতান্ত্রিক সংবিধান দিলেন। নির্বাচন দিয়ে আবারও জনগণের সমর্থন নিলেন গণতন্ত্রের পক্ষে শােষিত-নিপীড়িত মানুষের কল্যাণের পক্ষে।
কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক কুচক্রীমহল তাকে মােটেই স্বস্তি দেয় নি। পদে পদে বাধা; কঠিন বিপদের মুখে ঠেলে দেওয়া হয়। তাকে ব্যর্থ করতেই চুয়াত্তরে মানবসৃষ্ট দুর্ভিক্ষ নেমে আসে বাঙালির জীবনে। ষড়যন্ত্রকারীরা এরপরও থেমে থাকে নি। পঁচাত্তরে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটায় তারা। এ বছরই পনেরােই আগস্ট বাঙালির ললাটে যুক্ত হয় অমােচনীয় কলঙ্কতিলক ।
ঘাতকের বর্বরতায় সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিব। জনকের শােণিতে রক্তাক্ত হয় সােনার বাংলা। ঢাকা হয় আরেক কারবালা! নির্মম-পৈশাচিক এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ? কারা ছিল এর নেপথ্যে ? শুধুই কি কিছু বিপথগামী সেনা সদস্য; নাকি উচ্চাভিলাষী কেউ জড়িত ছিল ? এটা কি শুধুই একটি হত্যাকাণ্ড; নাকি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ ? কী ভূমিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা পাকিস্তানের ? চীন, সৌদি আরব কি কেবল নীরব দর্শক ছিল ? পয়তাল্লিশ বছর পরও এইসব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খায়।
আজও মানুষ খুঁজে ফেরে সেই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য। ১৯৭৫ উপন্যাসে সেই রহস্যই উন্মােচিত হয়েছে।
review by Neshad Talukdar
লেখক সম্পর্কে___________________________
জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
rokomari.com থেকে বইটির হার্ডকপি কিনুন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....