বইয়ের নামঃ গোয়েন্দা গার্গী সমগ্র
লেখকঃ তপন বন্দ্যোপাধ্যায়
প্রকাশনীঃ দে'জ পাবলিশিং
প্রকাশকালঃ ১৯৫৫
পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯১
সাইজঃ ১৫.৯১ এমবি
ফরম্যাটঃ পিডিএফ
টেক্স ফরম্যাটঃ এইচডি স্ক্যান
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই
বইয়ের ধরণঃ উপন্যাস।
রিভিউ___________________________________
গার্গী মুখার্জি। কলেজের তৃতীয় বর্ষের অঙ্কে অনার্সের ছাত্রী। আর পাঁচজন সমবয়সি মেয়েদের থেকে আলাদা স্বভাবের। ছেলেবেলা থেকে গােয়েন্দা গল্পের পোকা গার্গী সবসময় যে-কোনও সমস্যার ভিতরে ঢুকে পড়তে চায়। তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বিচার করে নানান দৃষ্টিকোণ থেকে। এবং উন্মোচিত হয় একের পর এক আশ্চর্য সব রহস্য। গোয়েন্দা গার্গী বইয়ে এইরকম দশদশটি রহস্য একত্রে পরিবেশিত হয়েছে কিশোর-কিশোরী পড়ুয়াদের জন্য। গার্গীর বৈশিষ্ট্য, সে যে-কোনও জটিল সমস্যা-সঙ্কটে মাথা ঠান্ডা রাখে, খুবই সাদামাটাভঙ্গিতে বিষয়ের গভীরে প্রবেশ করে।
আর যেসব রহস্য নিয়ে তার গোয়েন্দাগিরি, তার অধিকাংশই কোনও সাজানো ঘটনা নয়, দৈনন্দিন জীবনে প্রায়শই এদের মুখোমুখি হতে হয়। পরবর্তীকালে গার্গী বড় হয়ে পুরোপুরি এই গোয়েন্দা পেশায় মনোনিবেশ করেছে। পাঠকদের পরিচিত সেই গোয়েন্দা মেয়ে গার্গী শুরুর সময়ে কেমন ছিল, তারই আভাস রয়েছে 'গোয়েন্দা গার্গী’ বইয়ে। স্বাদু-টানটান রহস্য কাহিনি—শুরু করলে শেষ করতেই হবে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....