মাহিন মাহমুদের প্রথম পড়া বই ' একটি লাল নোটবুক ' তারপরে 'পুন্যময়ী'.....
লাল নোটবুক বইটা পড়ে যতোটা মুগ্ধ হয়েছি তার থেকে অনেকগুণ বেশী মুগ্ধ হয়েছি পুন্যময়ী পড়ে।
এরপর পড়েছি 'আধার মানবী' বইটার শেষাংশ বাদে এই বইটাও সুন্দর।
শেষ চিঠি বইটা পড়ে আমার একটু খারাপ লেগেছে। বইটা তেমন ইন্টারেস্টিং লাগে নি। কেমন একটু ড্রামাটিক লেগেছে।
তবে বইটার সব থেকে সুন্দর অংশ হচ্ছে, মেয়েদের একচুয়ালী কিভাবে পর্দা করা উচিত এই জিনিসটা সুন্দর করে লেখক ফুটিয়ে তুলেছেন।
একজন স্বামী কিভাবে তার বউয়ের বন্ধু হওয়া উচিত তাও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
কাউকে নির্বাচন করার ক্ষমতা আমার নেই, তবে এতোদিন কিছু বই পড়ার পর যতোটুকু যোগ্যতা হয়েছে সেখান থেকে এইটুকু মন্তব্য।
সবার রুচি একরকম না। ভুল কিছু লিখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....