নামঃ অসময়।
লেখকঃ আয়ান আহরন শ্রাবণ।
ধরনঃ উপন্যাস।
প্রচ্ছদঃ রহমান আজাদ।
প্রকাশনীঃ প্রহেলিকা প্রকাশন ।
প্রথম প্রকাশঃ বইমেলা ২০২১।
________________________________________
ফ্ল্যাপঃ শহরে নতুন গুজবের গুঞ্জনের রেশ শোনা যাচ্ছে। বিখ্যাত কবি রফিক উদ্দিন নাকি বেঁচে আছেন। তিনি নাকি মারা যাননি। এটা কোনো কথা?
‘স্যার, খবরটা কি শুনেছেন?’
‘কোন খবর হেলাল?’
‘এই যে কবি রফিক উদ্দিন
নাকি মারা যাননি! বেঁচে আছেন। তিনি আবার কবিতাও লিখছেন।’
‘উনি মারা যাননি তোমাকে কে বললো?’
‘সবাই তো বলাবলি করছে স্যার।’
‘সবাই বলাবলি করলো আর তোমাকে সেটা বিশ্বাস করতে হবে? একটা কথা শোনো, মানুষের মুখের কথা বিশ্বাস করতে নেই যতক্ষন না তুমি সেটাকে নিজের চোঁখে দেখছো।’
হেলাল নিজের টেবিলে কাজে মন দেয়। তার কাজে মন বসে না। হেলালের টেবিল সোজাসুজি খোলা জানালা। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। জানালার বাহিরে এক পুরনো বড় কড়ই গাছ।
কড়ই গাছে যখন ফুল ফুটে থাকে হেলালের তা দেখতে ভালো লাগে। হালকা গোলাপী সাদা ফুল। ফুলগুলো অনেকটা দাঁড়িতে ক্রিম মাখানো ব্রাশের মতো।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....