বই : কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা।
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
প্রকাশনা : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
নির্ধারিত মূল্য : ২৮০ টাকা।
পৃষ্ঠা সংখ্যা : ৩৬৮।
ফাইল : পিডিএফ।
সাইজ: ১০ এমবি।
___________________________________________
মরহুম স্যার ডঃ জাহাঙ্গীর (রহিমাহুমুল্লাহ) উনি আমার একজন প্রিয় মানুষ। চমৎকার ভাবে সহজ ভাষায় এবং সাবলীল ভাবে উনি এই বইটি রচনা করেছেন যাতে আমাদের মতো মানুষেরা সহজে বুঝতে পারি। এই বইটি পড়ার পর আমার মনে হয়না পর্দা ও পোষাক পরিচ্ছদ নিয়ে কোন প্রশ্নের অবশিষ্ট থাকবে। একজন মুসলিমের পোষাক-সাজসজ্জা কেমন হবে এ বিষয়ে রেফারেন্স সমৃদ্ধ বই। বইতে প্রতিটি পয়েন্ট বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যপাঠ্য বইয়ের মধ্যে একটি। বিশেষ করে যারা পারিবারিক ও ব্যক্তিগতভাবে পর্দা মেনে চলার চেষ্টা করছেন তাদের জন্য বইটি স্যারের পক্ষ হতে একটি বড় উপহার।
আমার মনে হয় এই বইটি প্রত্যেকের বাসায় রাখতে পারেন এবং উপহার হিসেবেও দিতে পারেন। মহান আল্লাহ তা’য়ালা বইটির লেখক, প্রকাশক, প্রচারক ও বিজ্ঞ পাঠকসমাজের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদানে ভূষিত করুন, আমীন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....