যারা বইটির এমন ইন্টারেস্টিং নাম দেখে মনে করে থাকেন যে এখানে "জাফর ইকবাল" কে পচানো হয়েছে, তবে সেটা ভুল!!
বইটি জাফর ইকবালকে উৎসর্গ করা হয়েছে। তাকে নিয়ে শুধু একটিমাত্র কবিতা আছে যেটিতে বলা হয়েছে, দেশের এতো মানুষের মধ্যে সমস্যা থাকলেও সবাই এই জাফর ইকবালের পেছনেই লাগে
২০১৩-২০১৬ পর্যন্ত দেশের বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ছড়া সংকলন হলো এই বইটি!
নারী নির্যাতন, ব্লগার হত্যা, বিভিন্ন ব্লগারের উল্টাপাল্টা কথাবার্তা, অভিজিৎ রায়, যোদ্ধাপরাধীদের পচানো, আদিবাসী নির্যাতন, হিন্দু নির্যাতন, ছাত্রী রিশা হত্যা,, ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছড়ার সংকলন হলো এই বইটি....
satire ধর্মী এই ছড়াগুলো পড়তে যেমন মজা লেগেছে, তেমনি ভাবিয়েছে ছড়াগুলো....
বইয়ের ইলাস্ট্রেশনগুলোও বেশ ভাল লেগেছে!
আর প্রায় ছড়ার পরে "টিকা" যোগ করে কিছু লাইনে ছড়াটির বিষয়বস্তু বর্ণনা করার বিষয়টিও ভাল লেগেছে! বিরক্তি লাগলে মাঝে মাঝে এই মজার ছড়াগুলো পড়া যাবে বেশ!
আর অবশ্যই বিষয়ের সাথে এতো সুন্দর ছন্দ বজায় রেখে ছড়াগুলো তৈরি করার জন্য লেখক প্রশংসার দাবিদার
"ছ্যাক দিছিল নাদিয়া,
মনের দুঃখে পাড়ার দোকান বিস্কুট খাই চা দিয়া।
বিল দেয়না, ঐটা আমার চান্দা, মানে হাদিয়া....
জোয়ান পোলা, আর কয়দিন
বেড়ায় ডিমে তা দিয়া?
মাইয়াগুলো ঘুইরা বেড়ায়
ওড়না বুকে না দিয়া,
আমগো মতো মমিন
মুসলমানের বুকে ঘা দিয়া....
(২০১৪ এর পয়লা বৈশাখে কিছু যুবকের মেয়েদের শারীরিক নিগৃহীত করা নিয়ে এই ছড়াটি)
"বয়ান ঝেড়ে যতই সাজিস পীর,কাশেম...
তোর পাতে আর কেউ দিবে না ক্ষীর, কাশেম!
ভাইজানেরা একটু না হয় ধীর কাশেম--
তবুও ঠিকই যাচ্ছে ঝুলে মীর কাশেম"
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....