Title | আল-আকিদাতুল হাসানাহ |
Author | শাহ্ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহ:) |
Publisher | প্রত্যয় |
Quality | পেপারব্যাক |
Edition | 1st Published, 2019 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |
Al aqidatul hasanah book review |
রিভিউ__________________________
post I'd 111270
আজকের বুক রিভিউ এর বিষয় হলো আল-আকিদাতুল হাসানাহ। মূলত মহান আল্লাহ তায়ালা ইমাম ও মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ.-এর কালজয়ী রচনা। এটি মূলত একটি পুস্তিকা, যেখানে শাহ সাহেব রহ. সংক্ষেপে তার গুরুত্বপূর্ণ কিছু আকিদা তুলে ধরেছেন। যে আকিদাগুলো উচ্চারণে সহজ হলেও অনেক বিজ্ঞজনেরও তাতে পদস্খলন ঘটেছে।
শাহ সাহেব রহ. অতি সংক্ষেপে কোনোপ্রকার শিরোনাম ও দালিলিক বিশ্লেষণ ছাড়াই আকিদাগুলো একের পর এক বয়ান করেছেন।
আমরাও শুধু তার বক্তব্যের আক্ষরিক অনুবাদের ওপর ক্ষ্যান্তি দিলে বইটির কলেবর সর্বোচ্চ এক ফর্মা হতো। কিন্তু অধিকাংশ সাধারণ পাঠকের জন্যই তখন তা দুর্বোধ্য হয়ে যেত। আর উচ্চ পর্যায়ের জ্ঞানী পাঠক যারা, তাদের জন্য তো মূলগ্রন্থই রয়েছে। আলাদাভাবে অনূদিত গ্রন্থ প্রকাশ করারও কোনো প্রয়োজন ছিল না।
এ জন্য সাধারণ পাঠকদের কথা বিবেচনা করে আমরা এখানে শুধু আক্ষরিক অনুবাদ করেই ক্ষ্যান্তি দিইনি। বরং প্রায় প্রতিটি আকিদার সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যা সংযুক্ত করে দিয়েছি।
ব্যাখ্যা সংযোজনের ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি নতুন ধারার সূত্রপাত না করে লেখকের ধারায়ই আলচনাকে এগিয়ে নেওয়ার। শেষের দিকের যেসব জায়গায় ব্যাখ্যা এড়িয়ে যাওয়া হয়েছে, সেখানে মূল বিষয়টি স্পষ্ট হওয়ার কারণেই এমনটি করেছি। ব্যাখ্যাগুলোর ক্ষেত্রেও আমরা নিজেদের গবেষণার ওপর চূড়ান্ত নির্ভর করিনি। তাই অধিকাংশ জায়গায় নিজেদের পক্ষ থেকে কোনো হ্রাস-বৃদ্ধি ছাড়া মহান লেখকের উত্তরসূরি আকাবির আলিমগণের বক্তব্যগুলোকেই কেবল উদ্ধৃত করেছি। এ ক্ষেত্রে আমরা সবচে বেশি উপকৃত হয়েছি আল্লামা ইদরিস কান্ধলবি রহ.-এর আকায়েদুল ইসলাম গ্রন্থ থেকে।
যার কারণে মোটামুটি নির্ভরতার সঙ্গে এ কথা বলা যায়, পাঠক এ পুস্তিকাটি পড়লে শুধু একজন লেখকের আকিদার সঙ্গেই নয়; বরং একটি ধারার সঙ্গে পরিচিত হতে পারবে। এ বইয়ে উল্লেখিত আকিদাগুলোই আমাদের আকিদা, আমাদের আকাবিরগণের আকিদা, উপমহাদেশীয় দেওবন্দি আলিমগণের আকিদা।
আমরা বইটিকে সরাসরি আরবি থেকে অনুবাদ করেছি। সাথে সহায়ক হিসেবে মাওলানা আবদুল হামিদ সোয়াতি রহ.-এর উর্দু অনুবাদটিও পাশে রেখেছি।
মূলগ্রন্থটি আমাদের দেশের গ্রন্থাগারগুলোতে দুষ্প্রাপ্য হওয়ায় এর দুটো পিডিএফ কপির ওপরই নির্ভর করতে হয়েছে।
বইটি একবার অধ্যয়ন করে পুরোপুরি হৃদয়ঙ্গম করা হয়তো দুষ্কর হবে। নিরিবিলি পরিবেশে বিভিন্ন সময়ে অন্তর খুলে বইটি একাধিকবার পাঠ করা হলে আশা করি এর মণি-মুক্তাগুলো চোখের সামনে সুস্পষ্টভাবে ফুটে উঠবে।
আল্লাহ তাআলা এ বইটিকে কবুল করে নিন। বইটির ব্যাখ্যা সংযোজন করতে গিয়ে আমরা যাদের রচনা থেকে উপকৃত হয়েছি, তাদের যথাযোগ্য প্রতিদান দান করুন। এ বইটির সঙ্গে যারা যেভাবে সংশ্লিষ্ট রয়েছে, সকলের প্রচেষ্টাকে তিনি উত্তমরূপে কবুল করুন। এ মাটিতে সহিহ আকিদার পতাকা সমুন্নত করার তাওফিক দান করুন। আমিন।
আলী হাসান উসামা।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....