নিশুতি bangla book review (short review)



ছোটগল্প আমার মতে সাহিত্যের প্রাণ। উপন্যাসের বড় কলেবরে অনেক কিছু মিলিয়ে জগাখিচুড়ি পাকানো যায়, তবে লেখকের আসল মুন্সিয়ানা ধরা পড়ে গল্পতে। মাঝে কিছুদিন ভাটা পড়লেও ইদানিং অনেক প্রকাশনী থ্রিলার গল্প সংকলনের দিকে ঝুঁকছে। ব্যাপারটা খুব ভালো। এতে পাঠকরা যেমন নামজাদা লেখকদের লেখা পড়তে পারছে, তেমনি উঠে আসছে নতুন নতুন প্রতিভা। 


বিগত কয়েক বছরে যেসব নজরকাড়া গল্পসংকলন প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম আগ্রহ জাগানিয়া একটা সিরিজ ছিল আদী প্রকাশনের নিশুতি। ইতিমধ্যে সিরিজের দুটো বই প্রকাশিত হয়েছে, তৃতীয়টা প্রকাশিতব্য। বিজ্ঞ সুলেখক আলমগীর তৈমূর স্যার নিশুতি-২ সম্পাদনা করলেও এবার ৩ নম্বরের বেলায় সম্পাদকের আসনে আছেন আরেক সুঅনুবাদক, সুলেখক, সর্বোপরি বোদ্ধা পাঠক ওয়াসি আহমেদ। প্রচ্ছদ করেছেন আগের মতোই স্বনামধন্য প্রচ্ছদকার আবুল ফাতাহ মুন্না।


বাঘা বাঘা লেখকদের সাথে আমারও একটা ক্রাইম থ্রিলার ছোটগল্প সংকলনটাতে থাকছে। আশা করি আদী প্রকাশনের এই প্রয়াস পাঠকদের সন্তুষ্ট করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ