বই: আব্দুল কাদির জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ।
সংকলক: ড. সালেহ আহমাদ শামি।
অনুবাদক: মুফতি জুবায়ের রশীদ।
পৃষ্ঠা: ১১২,
ধরণ: পেপারব্যাক।
মলাট মূল্য: ১৬০ টাকা।
শাইখ আবদুল কাদের জিলানি রহ.-এর তিনটি গ্রন্থ রয়েছে; যার ব্যাপারে সকলে একমত যে, গ্রন্থগুলো তারই।
প্রথম গ্রন্থটির নাম : ‘আল ফাতহুর রব্বানি’। এটি শাইখ আবদুল কাদের জিলানি রহ.-এর প্রদত্ত নির্বাচিত ওয়াজের সংকলন।
বক্ষমান গ্রন্থটি আল ফাতহুর রব্বানি গ্রন্থে সংকলতি ওয়াজসমূহ থেকে চয়ন করা হয়েছে।
প্রতিটি নসিহতকে পৃথক শিরোনামে সন্নিবেশিত করে পাঠকের সামনে পেশ করা হয়েছে।
‘একগুচ্ছ নাসিহাহ’ আব্দুল কাদের জিলানী রহ.। ইতিহাসের এক প্রদীপ্ত মনীষী। প্রায় হাজার বছরব্যাপী মুসলমানদের চিন্তা ও মননকে আলোকিত করছেন।
অধ্যাত্মিকতার বরেণ্য ইমাম হিসেবে তিনি সমধিক পরিচিত। কাল ও শতাব্দী পরম্পরায় তার মুখনিঃসৃত নাসিহাহ মানুষের আত্মোন্নতি, আত্মশুদ্ধির বিপ্লব সাধন করে চলছে। আঁধার ছেড়ে আলোর ভুবনে, পাপের আসর থেকে পুণ্যের মজলিসে কতো শতো লোকেরা ছুটে আসছে তার সুরভিত বাণীর প্রভাবে।
সিরিয়ার বিশিষ্ট গবেষক শাইখ সালেহ আহমাদ শামী জীবনগড়ার অমূল্য পাথেয়মূলক তার একগুচ্ছ নাসিহাহ সংকলন করেছেন, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতায় যা প্রশ্নাতীত।বাংলাভাষী পাঠকদের জন্য অসামান্য এ গ্রন্থটির অনূবাদ প্রকাশিত হয়েছে হাসানাহ পাবলিকেশন থেকে।
অনুবাদক: মুফতি জুবায়ের রশীদ
মলাট মূল্য: ১৬০ টাকা
বইটির প্রি-অর্ডার চলছে, আপনার পরিচিত যে কোন অনলাইন শপে অর্ডার করে রাখতে পারেন, ইনশাল্লাহ সামনের এপ্রিল মাসের এক তারিখ থেকে বইটি পাওয়া যাবে।
ওয়াফি লাইফ থেকে সংগ্রহ করতে চাইলে
নিচের লিংকে ক্লিক করুন/
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....