।। মাযহাব কুরআন হাদীসের বাইরে নয় ।।


আমরা এমন একযুগে অবস্থান করছি, যখন সর্বপ্রকার ফেতনা পূর্ণ উদ্যমে মুসলমানদের ঈমান ও আমলকে হরণ করার জঘণ্য খেলায় লিপ্ত। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় দুস্কর হয়ে পড়েছে।


তাকলীদ হচ্ছে মানুষের একটি স্বভাবজাত বিষয়। তাকলীদ ছাড়া কোন মানুষ এক কদমও অগ্রসর হতে পারে না। দ্বীনী এবং দুনিয়াবী উভয় ক্ষেত্রেই তাকলীদের প্রয়ােজনীয়তা অনস্বীকার্য।


কুরআন এবং হাদীসে স্পষ্টভাবে তাকলীদের নির্দেশ দেয়া হয়েছে। পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান সমাজে কিছু লােক ইহুদী খৃষ্টানদের দোসর সেজে ইসলাম ও মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য তাকলীদ ও মাযহাব বিরােধী প্রচার প্রপাগাণ্ডা চালিয়ে সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।


এই কঠিন মুহুর্তে তাদের মােকাবেলা করার জন্য হক্কানী ওলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা একান্ত জরুরী। আল্লাহ তায়ালার অশেষ কৃপা, ওলামায়ে কেরাম সর্বদাই সর্বপ্রকার বাতিলের সফল মােকাবেলা করে আসছেন। প্রায় তিন শতাব্দি পূর্বে জন্ম নেয়া গাইরে মুকাল্লিদরাও এসব ফেতনার একটি।

.

📙 বই- মাযহাব কুরআন হাদীসের বাইরে নয়

🖋 লেখক- মুফতী উবায়দুল্লাহ শাকির

মুদ্রিত মূল্য- ৪০৳

ছাড় মূল্য- ২০৳

পৃষ্ঠা সংখ্যা- ৪৪

বাইন্ডিং- পেপারব্যাক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ