বই : আদর্শ জীবন গঠনে প্রিয় নবীর সুন্নাত
লেখিকা: বিনতে মুহাম্মদ আলী
প্রকাশনায় : সোয়াইব প্রকাশনী
মুদ্রিত মূল্য: ৮০ টাকা
মানবজীবনের মহান আল্লাহ্ তা'য়ালার ফরজের পর সুন্নাতের গুরুত্ব অপরিসীম। ফরজের সাথে সাথে আমরা যদি প্রিয় নবীর সুন্নাত পালন না করি তাহলে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারব না। এ ব্যাপারে বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : "ততক্ষন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষন পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের পরিবার পরিজন সন্তান সন্তনী ও ধন সম্পদ থেকে অধিকতর প্রিয় না হয় "।
মূলত রাসূলকে ভালবাসার একমাত্র মাধ্যম হচ্ছে তার সুন্নাত পালন করা এবং সে অনুসারে জীবন গড়া। কিন্তু রাসূলের সুন্নাহ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হুশিয়ার করে বলেন : "তোমাদের মাঝে এমন একটি সময় আসবে যখন আমার একটি সুন্নাত কে আকড়ে ধরাকে হাতের তালুতে জলন্ত কয়লা রাখার সমান হবে "।
বইটি ১৬ টি অধ্যায়ে ১১২ পেইজ। বাস্তবতার অালোকে লেখিকা অত্যন্ত সুন্দর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রতিটি অধ্যায়।
বইটি পড়ে আপনি যা জানতে পারবেন-
★জীবন গঠনে নবীর সুন্নাত।
★রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাবলী।
★বিশ্বনবী কে ভালবাসার ফযীলত।
★ কীভাবে রাসূল কে ভালবাসবেন?
★কীভাবে রাসূলের প্রিয় হবেন?
★কীভাবে পরিবারে নবীর সুন্নাত প্রতিষ্ঠা করবেন?
★কিভাবে সমাজে সুন্নাত প্রতিষ্ঠা করবেন?
★জানতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে
★আরো জানতে পারবেন কীভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হয়?
তরুন লেখিকা বিনতে মুহাম্মদ আলী " আপুর লিখিত বই " আদর্শ জীবন গঠনে প্রিয় নবীর সুন্নাত " বই টি ছোট বড় নর - নারী প্রত্যেকের জীবনে খুবই জরুরী। লেখিকার দ্বীনি জযবা ও সুন্নাতেরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারের আগ্রহ ধন্যবাদের উপযোগী। যে যুগে নারী সমাজ অনেক হারে বিভ্রান্তির পথে সে যুগে সুন্নাতে রাসূলের চর্চা অবশ্যই প্রশংসনীয়।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....