বইয়ের নাম : চক্রবিধি
লেখক : আসিব রায়হান
প্রকাশনী : আদর্শ প্রকাশনী
প্রচ্ছদ মূল্য : ৩০০ টাকা
মানুষের জীবনে অবাক হওয়ার মতো অনেক ঘটনা ঘটে। কিন্তু সে জানে না এই অবাক হওয়া কখন আসবে কারণ সেটা দিনক্ষণ বলে আসেনা। অনেক সময় আশা করলেও আসে না। তবে নিরাসক্ত থাকলেই কেবল এরকম একটা দিন হঠাৎ আসতে পারে।চক্রবিধির ইন্দ্রজালে এরকম একটা অবাক করা দিন আসে। নিতান্ত কাকতালীয়ভাবে আবিরের সাথে ঐশীর পরিচয় হয়। আবির শিক্ষিত বেকার না হয়ে বাইকার হয়। চাকুরী খোঁজার পাশাপাশি একটি মোবাইলে সেবাদানকারী প্রতিষ্ঠানে বাইকের মাধ্যমে যাত্রী পরিবহন করে।
একদিন ট্র্যাফিক জ্যামের জন্য পরীক্ষা ফসকে যাওয়ার হাত থেকে ঐশীকে উদ্ধার করে। সেই উপকার থেকে দুজনের পরিচয়।
কিন্তু আনন্দের মুহূর্তগুলো উদ্বায়ী। এসময় মানুষ অনাগত ভবিষ্যতের কথা ভুলে থাকে। আর দুঃখের মুহূর্তগুলো পার করা ক্লান্তিময়। অনাগত ভবিষ্যৎ আবছা, হতাশায় পরিপূর্ণ মনে হয়।
সামাজিক বিস্তর পার্থক্য কী তাদের সম্পর্কের কোন শুভ পরিণতি দেবে?
প্রি-অর্ডার লিংক কমেন্ট বক্সে।।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....