চিন্তাপরাধ লেখকঃ আসিফ আদনান full book review with upcoming pdf 2021

post I'd 111283

বইয়ের নামঃ চিন্তাপরাধ 

লেখকঃ আসিফ আদনান 

প্রকাশনীঃ ইলমহাউজ  

বিষয়বস্তুঃ [নিচে বিস্তারিত] 

পৃষ্ঠাসংখ্যাঃ ১৯২ 

মূল্যঃ ১৯০ !! (নির্ধারিত) 

 


—————————————————————

 

[১] 

 

শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া দরকার, কেবল এক আর্টিকেলে পুরো বইটির রিভিউ দেওয়া সম্ভব নয় ! বরং বইটির ১৬ টি অধ্যায়ের আলাদা আলাদা রিভিউ দিতে পারলে বিষয়টা সবচেয়ে ভালো হতো ! বইটির মোট ১৬ টি প্রবন্ধ, ষোলটি হাই-ডোজ ইন্টেলেকচুয়াল বোম্ব টাইপ কিছু, যার প্রতিটিই বিস্ফোরণ ঘটাবে প্রত্যেক পাঠকের মস্তিষ্কে ! 

 

সমসাময়িক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে লেখকের বিক্ষিপ্ত অ্যানালিটিক্যাল প্রবন্ধগুলোকে একত্রিত করা হয়েছে একটি বইয়ে...। নাম চিন্তাপরাধ !!! 

 

অর্থাৎ চিন্তাগত অপরাধ ! বা যে অপরাধ কেবল চিন্তা করাতে ! থট ক্রাইম ! যেসব পাঠক চিন্তা করতে ভালোবাসেন, ভাবতে পছন্দ করেন, তাদের জন্য এই বইটি হবে বিশেষ কিছু ! তা পাঠক যেকোনো মতাদর্শ, আদর্শ বা দর্শনে বিশ্বাসীই হোক না কেন ! আর বাস্তবেই মুক্তচিন্তায় আগ্রহী হলে বইটি দিবে বহুদিনের চিন্তার খোরাক...। 

 

পুরো বইটি মূলত বৈশ্বিক মুসলিম জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে লেখা, তবে এটি গতানুগতিক কোন ইসলামী বই নয় ! বর্তমান সময়ে সবদিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোক, বা বিশেষ করে কোনো মুসলিম ব্যক্তি, যে কিনা আত্মপরিচয়ের সঙ্কটে ভুগছে— নিজের ধর্ম, দর্শন বা আদর্শের উপযুক্ততা ও শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দিহান— নিজের আদর্শ ও দর্শনকে পশ্চিমা আইডিওলজি'সমূহের তুলনায় নিচু মানের কিছু বলে সন্দেহ হয়— তাদের জন্য বইটি হবে মারাত্মক লেভেলের ডোজ ! 

 

বাস্তবে বর্তমান সময়ের প্রায় প্রত্যেক মুসলিমই কোন না কোন মাত্রায় জাতিগত হীনম্মন্যতাবোধ, পরাজিত মানসিকতা, আর আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে ভোগেন— তাই বলতে গেলে বর্তমানে সময়ের আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রত্যেক মুসলিমের জন্যই এই বইটি অবশ্যপাঠ্য ! 


এসব সমস্যার ক্ষেত্রে এক মহৌষুধ নিয়ে হাজির হয়েছে চিন্তাপরাধ ! এগুলোর উৎসবমূল, কারণ, বাস্তব জীবনে এগুলোর অবস্থান, এগুলো থেকে উত্তরণের উপায়— ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা ! চতুর্মুখী সব প্রসঙ্গ নিয়ে লেখা আলাদা আলাদা প্রবন্ধগুলোতে একটু একটু করে ওষুধ লাগানো হয়েছে এসব সমস্যার জন্য ! 

 

[২] 

 

সংক্ষেপে বইয়ের প্রসঙ্গ'গুলোর পরিচিতি দেই এবারঃ [অধ্যায়ের নাম]


••• মুসলিম বিশ্বে পশ্চিমা সভ্যতার বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক উপনিবেশ, এবং মুসলিমদের পরাজিত মানসিকতা ও আত্মপরিচয়ের সংকট, [সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল, ফিরিঙ্গিসেন্ট্রিক]


••• বিশ্বব্যাপী নব্য অ্যামেরিকান পুজিবাদী-সাম্রাজ্যবাদের সশস্ত্র ও আদর্শিক উত্থান, ও মুসলিমদের ফিরিঙ্গিসেন্ট্রিক চেতনার ব্যবচ্ছেদ, উৎস সন্ধান ও সমাধান, [ফিরিঙ্গিসেন্ট্রিক]


••• ধর্মনিরপেক্ষ বা সেক্যুলার রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতার প্রহসন, ও পশ্চিমা সেক্যুলারিজমের প্রকৃত বাস্তবতা, [পূজারী ও পূজিত]


••• সাম্প্রতিক কাল থেকে পশ্চিমা বিশ্বের উন্নতি-অগ্রগতি-প্রগতির পেছনে থাকা অঘোষিত চালিকাশক্তির সন্ধান, এবং এনলাইটমেন্ট পরবর্তী সময়ে বিশ্বব্যাপী পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক প্রতারণার বাস্তবতা, [চিন্তার জট] 


••• বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রসমূহে মুসলিম জনপদ'সমূহের বর্তমান পশ্চাৎপদতার কারণ ও বাস্তবতা, [চিন্তার জট] 


••• অপরাধ নির্মূলে (বিশেষত মাদক সমস্যা নিরসনে) সেক্যুলার আইনব্যবস্থার সক্ষমতা, ও ইসলামি শরীয়াহ আইনের উপযোগিতা, [স্থিতিস্থাপকতা, না-মানুষ ও অন্যান্য]


••• 'মডারেট ইসলাম' বা মডার্নিস্টদের প্রচারিত দ্বীন ও মূল 'ফান্ডামেন্টাল ইসলাম' এর পার্থক্য, এবং পশ্চিমা আইডিওলজি ও ধ্যান-ধারণা যেমন ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, গণতন্ত্র, নারীবাদ ইত্যাদির ইসলামীকরণের ভ্রান্তপথের ব্যবচ্ছেদ, [হাউস নিগার] 


••• পেডোফিলিয়া বা শিশুকামিতার মতো অন্যান্য যৌনবিকৃতির বৈধতা প্রদান প্রসঙ্গে 'আপেক্ষিক নৈতিকতা' ও সেক্যুলার-লিবারেলদের অবস্থান, [বালির বাধ] 


••• বর্তমান বিশ্ব ও বাংলাদেশে 'সমকামী এজেন্ডা' বাস্তবায়নের রূপরেখা, ও বৈশ্বিক সমকামী-ট্রান্সজেন্ডার আন্দোলন ব্লু-প্রিন্টের ব্যাখ্যা, [সমকামী এজেন্ডা : ব্লু-প্রিন্ট] 


••• নৈতিকতার মানদন্ড বিষয়ক আলোচনা, এবং মুসলিম ও সেক্যুলার নৈতিকতাবোধের মানদন্ড'সমূহে তুলনামূলক পর্যালোচনা, [ভুল মাপকাঠি]


••• সামগ্রিক উন্নয়নের সূচক হিসেবে জিডিপি এর সার্থকতা ও ফলশ্রুতিতে সমাজে পশ্চিমা নারীবাদের বিষাক্ত প্রভাব, [শুভঙ্করের ফাঁকি]


••• সভ্যতা ও যৌনতার সম্পর্ক এবং নব্য-উপনিবেশবাদী পশ্চিমা সাম্রাজ্যবাদের চলমান অবক্ষয়কাল, [অবক্ষয়কাল, সাম্রাজ্যের সমাপ্তি] 


••• উম্মাহের বুকে সাম্রাজ্যবাদী শ্বেত সন্ত্রাসবাদের ভয়াল থাবা, ও বর্তমান উম্মাহের চরম বুদ্ধিবৃত্তিক ও আদর্শিক দুর্দশাগ্রস্ত অবস্থান থেকে উত্তরণের পথ...!!! [শ্বেত সন্ত্রাস]


এছাড়াও আরো অসংখ্য গুরুত্বপূর্ণ সাব-টপিকের উপর লিখিত এই বইটি মারাত্মক পর্যায়ে বিশ্লেষণধর্মী ও তথ্যসমৃদ্ধ !!! পৃষ্ঠায় পৃষ্ঠায় চিন্তার খোরাকি দেওয়া বইটি তাই চিন্তাশীল ও গবেষক পাঠকদের জন্য প্রতিনিয়ত খুলে দিবে নতুন চিন্তার দুয়ার...। 


বর্তমান সময়ে পশ্চিমা আদর্শিক সন্ত্রাসবাদের সাথে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধের ময়দানে পরাজিত অবস্থান থেকে উত্তরণে প্রত্যেক বাঙালি মুসলিমের জন্য বইটিকে অবশ্যপাঠ্য মনে করি ! তাছাড়া বইটিকে আধুনিক যুগের আধুনিক সব ফিতনার ইনট্রুডাক্টরি বুকও বলা যায় ! 

 

••• কেউ একজন মাত্র দুই লাইনেও পুরো বইটির রিভিউ দিয়েছিলেনঃ "সাদা জামায় এখানে-ওখানে ঝোল লেগেছে, ব্যস্ত হয়ে পরিষ্কার করার চেষ্টা করছি, দাগ মিটছে না ! অথচ জামাটাই যে বদলে ফেলা যায়, কেউই ভাবছি না...!!!" 


অর্থাৎ যে বুদ্ধিবৃত্তিক পরাধীনতার শেকল উম্মাহ আজ নুপুর ভেবে পায়ে পরে রেখেছে, সেটা ছুঁড়ে ফেলারই উন্মুক্ত আহ্বান রয়েছে পুরো বইতে ❤


মুসলিম, সেক্যুলার, লিবারেল বা সংশয়ী হলে তাই যতো দ্রুত সম্ভব তাই বইটি অবশ্যই জোগাড় করুন, নিজে পুরোটা বুঝে বুঝে পড়ুন... মস্তিষ্কে লেগে থাকা চিন্তার জট খুলুন !!! 

 

[৩] 

 

বইটিতে সেক্যুলারিজম, লিবারেলিজম, পুঁজিবাদ, নারীবাদ, সেক্যুলার হিউম্যান রাইটস, ইত্যাদির দৃষ্টিকোণ থেকে হওয়া ধর্মের প্রতি আক্রমণ বা প্রশ্নসমূহের শাখাগত উত্তর না দিয়ে বরঞ্চ এসমস্ত পশ্চিমা আইডিওলজির মূল ভিত্তিতেই আঘাত করা হয়েছে...। যেমন নাস্তিকতাবাদ ইসলামের দিকে যেসব প্রশ্ন ছুঁড়ে দেয়, সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করে বরঞ্চ 'নাস্তিকতাবাদ' যে আদর্শ, দর্শন বা নৈতিকতাবোধের ধারনার উপর ভিত্তি করে চলে, সেগুলোকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে বইতে !!! 


অর্থাৎ, যারা গতানুগতিক 'নাস্তিকদের প্রশ্নের উত্তর' টাইপ বই পড়ে ব্যস্ত, তারা এই বইতে দেখবেন সম্পূর্ণ উল্টোটা ! পশ্চিমা আইডিওলজি সমূহের শাখাগত সমস্যা নিয়ে পড়ে না থেকে লেখক বরং সেগুলোর মূলে গিয়ে আঘাত করেছেন ! পৃষ্ঠার পৃষ্ঠায় প্রশ্নবিদ্ধ করেছেন বুদ্ধিবৃত্তিক ও আদর্শিকভাবে পশ্চিমের জারজ সন্তানদের আদর্শ ও নৈতিকতাবোধের ধারণার উপর...। 


শান্তি, প্রগতি, উদারনৈতিকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ক্ষমতায়ন, সমতা, বিশ্বায়ন, মুক্তচিন্তা, সুশীলতা— ইত্যাদি পশ্চিমা পরিভাষা কেন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যায়, তা নিয়ে আলোচনা না করে লেখক আলোচনা করেছেন এসব পরিভাষার মাধ্যমে পশ্চিমা বিশ্ব আমাদের কি গিলাচ্ছে, বাস্তবে কি দিতে চাচ্ছে, আর মানবসভ্যতার জন্য বাস্তবেই এগুলো কতটুকু গ্রহণযোগ্য— তা নিয়ে ! সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন সোর্স থেকে হিসেব মিলিয়ে দেখিয়েছেন এসব পরিভাষাগুলোর অন্তর্গত অসারতা !!! 

 

••• তাই প্রকৃত অর্থেই যারা মুক্তচিন্তক, চিন্তাশীল ও সত্যসন্ধানী রয়েছেন, কিংবা নিজেদের ধর্মহীন, পশ্চিমপ্রেমী বা পশ্চিমের আদর্শিক সন্তান ভেবে মনে প্রশান্তি লাভ করেন— আশা করছি কেবল বইটি না পড়েই ঠাস-ঠুস সমালোচনা করতে শুরু না করে বইটি পড়ে দেখার চেষ্টা করবেন ! সকলের নিকট রইলো বইটির গঠনমূলক সমালোচনার উন্মুক্ত আহ্বান 

 

[৪]

 

বইটি সকল শ্রেণীর পাঠকের জন্য উপযুক্ত নয় ! 


বিশেষ করে মাঝের কয়েকটি প্রবন্ধে অত্যন্ত ডিস্টার্বিং কিছু বিষয়াদি থাকার কারণে অপ্রাপ্তবয়স্কদের জন্য বইটি মোটেই উপযুক্ত নয় ! বা আলোচ্য প্রসঙ্গ'সমূহ সম্পর্কে অগ্রিম কিছু জ্ঞান না থাকলে অত্যন্ত অস্বস্তিকর লাগতে পারে ! 

 

পেপারব্যাক বই। বইটির পিডিএফ নেই। তবে ষোলটি প্রবন্ধের প্রথম চারটি প্রবন্ধের ফ্রী অডিওবুক আছে ইউটিউবে ! চিন্তাপরাধ লিখে সার্চ করলেই পাবেন...। আর শেষের আটটি প্রবন্ধের সফটকপি পাবেন লেখকের ব্লগে। তাই কষ্ট করে হলেও আগে বইটি কিনে ফেলতে সাজেস্ট করবো ! খুব বেশি পছন্দ না হলেও ঠকবেন না গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ !!! 

 

••• শেষে আবারও বলি.....


• চিন্তাপরাধ কোন সাধারন বই নয়, 

• চিন্তাপরাধ একটি বুদ্ধিবৃত্তিক এটম বোমা, 

• যা কিনা আলোড়ন সৃষ্টিতে সক্ষম যে কারো চিন্তার রাজত্বে !!! 


দাম মাত্র ১৯০ টাকা, পৃষ্ঠাসংখ্যা ১৯২ ! নিকটস্থ লাইব্রেরি ছাড়াও বইটি পাবেন অনলাইন বুকশপ গুলোতে...। জলদি করুন !!!


রিভিউ লেখক:- নাফিস আব্দুল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ