post I'd 111276,
বই : ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
(ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার)
মূল : হেদায়াতুল্লাহ মেহমান্দ।
অনুবাদ : ইফতেখার সিফাত।
রিভিউ_________________________________
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আপনারা সবাই অবগত আছেন করণা বিশ্ব মহামারীতে রূপ নিয়েছে এবং অনেক দেরি অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।
আজকে আমরা যেই বইটি নিয়ে কথা বলবআপনার সবকিছু জানতে পারবেন বলে আমি মনে করি।
চলুন পড়ে নেয়া যাক হাসানা পাবলিকেশন এর ছোট্ট একটি রিভিউ।
বইটি তার স্বাভাবিক গতিতে পাঠককে সাথে নিয়ে হাসানা পাবলিকেশন হাসানা পাবলিকেশন এগিয়ে যাবে এবং খুব সহজেই ইতিহাসের অনেক শা করি ভাল আছেনগুরুত্বপূর্ণ পাঠ তার মস্তিষ্কে বসিয়ে দিবে। বই পাঠ শেষ হওয়ার পর পাঠক নিজ থেকেই এই প্রশ্নগুলোর জবাব পেয়ে যাবে; বর্তমান সময়ে মুসলিমদের কোন পথে অগ্রসর হওয়া উচিৎ? তাদের দাওয়াতের মূল ভিত্তি কী হওয়া জরুরী? তাদের মূল শত্রু কারা? কী তাদের এজেন্ডা ও কর্মপদ্ধতি?
.
লেখক ইতিহাস লেখার মধ্য দিয়ে ইয়াহুদী, খ্রিষ্টান এবং সেক্যুলারদের বিশ্বাস ও চিন্তাধারাগুলো অনেক সহজভাবে বর্ণনা করেছেন এবং সেই সাথে সহজ ভাষায় এগুলোর জবাবও লিখেছেন। নিশ্চিতভাবে পশ্চিমাদের ইতিহাস জানা ছাড়াও পশ্চিমাদের বিশ্বাস ও চিন্তাধারা বুঝার জন্য এই বইটি অধ্যয়ন অনেক উপকারী হবে। যদি বলা হয়, পশ্চিমাদের নতুন চিন্তাগত ভ্রষ্টতা মোকাবেলার জন্য মুসলিম বিশ্বে যে প্রচেষ্টা কাম্য ছিল তা পূরণে এই কিতাব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আল্লাহর নিকট আশা, এই কথাটি ভুল হবে না।
.
আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যাতে লেখকের ইলম ও ফিকিরে আরো বারাকাহ দেন এবং তার এই কিতাবকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ও পুরো মুসলিম উম্মাহর জন্য উপকারী করে, হেদায়াতের পথে টিকে থাকার মাধ্যম বানিয়ে দেন এবং এই কিতাবকে লেখকের মাগফেরাতের উছিলা বানিয়ে দেন, আমীন।
বন্ধুরা বইপাও এর সাথেই থাকবেন কেননা এই বইটি পিডিএফ আকারে বের হলে সবার আগে আমাদের ওয়েবসাইটে পাবেন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....