বইঃ- বড় ভাই লকডাউন লেখকঃ- জয়দীপ দে ll book review

বইঃ- বড় ভাই লকডাউন 

লেখকঃ- জয়দীপ দে

প্রকাশনীঃ- কিংবদন্তি পাবলিকেশন

প্রকাশ কালঃ- অক্টোবর ২০২০

মলাট মুল্যঃ- ২০০টাকা 



জয়দীপ দে দাদার 'বড় ভাই লকডাউন' বইটা লকডাউনে থাকা সময়গুলোর দিনলিপি কিংবা রোজনামচা। 

নানা হাস্যরস আর বাস্তবিক অনেক গুলো ঘটনা দিয়ে লকডাউনে কেটে যাওয়া সময় গুলো বেশ বিস্তর ভাবে ফুটে উঠেছে। 

প্রতিটি পৃষ্টা উলটালেই দেখা মিলে দৈনিক ঘটে যাওয়া ঘটনার মুল অংশটাকে কিছুটা নিজস্ব রসে প্রাণবন্ত করেছে পাঠকের জন্য। বইটায় হাসি ঠাট্টার মাঝে  বাস্তবিক দিক গুলোও ফুটে উঠেছে। যেমনঃ-

'যে টাকা আজ একদম নিশ্বাস কিনে দিতে পারে না, মানুষ ঠকিয়ে ঠাকিয়ে আমরা এতোদিন সেই টাকা জমাইছি। কি নির্বোধ ছিলাম আমরা!'

উপরোক্ত লাইনগুলোকে উপলব্ধি করলে দেখা মেলে এক কঠিন নির্মম বাস্তবতা। 

বইটার হাস্যরসে মুখরিত অংশগুলো না বললে বইটার গুরুত্বই যে পাওয়া যাবে না। একটা ঘটনা তাহলে তুলেই ধরি।  যেমনঃ-

-করোনা ভাইরাস জিনিসটা কেমন ছোট ভাই?

-প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো আইডির মত...কৌতুহল হয় আবার ভয়ও হয়...। 

সর্বশেষ বলতে চাই, এই বইয়ের উৎসর্গ পত্রটা খুবই অসাধারণ ছিলো।  ৫লাইনে কি সুন্দর সেই মানুষদের কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা কখনো তাকে ছেড়ে যায় নি। 


যাইহোক আমি তো শুধু আমার পাঠ্য উপলব্ধিটা আপনাদের মাঝে বিলিয়ে দিলাম। আপনি নিজেও বইটা কিনে ফেলুন। এমন সুন্দর আর হাস্যরসে মিশ্রিত বই পড়া মিস করলে কি হবে? ভাবুন তো!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ