বইয়ের নাম : কাঠগড়া (কষ্টিপাথর-৩) লেখক : ডা. শামসুল আরেফীন book review

বইয়ের নাম : কাঠগড়া (কষ্টিপাথর-৩)
লেখক : ডা. শামসুল আরেফীন   
প্রকাশনায় : সমর্পণ প্রকাশন
সম্পাদনা: ডা. রাফান আহমেদ
পৃষ্ঠা : ১৭৬   
মুদ্রিত মূল্য: ২৬৪ টাকা 
বইয়ের ধরণ: সুন্নাহ ও বিজ্ঞান  
বাইণ্ডিং : পেপারব্যাক।


মক্কায় ইসলামের ঘোর শত্রু আবূ জাহল যেদিন ‘সূরা কাওসার’ পয়লা শুনল, নিজেই টাসকি খেয়ে গেল। মুখ ফসকে বেরিয়ে গেল- ‘সকল মহিমা প্রভুর জন্য’। কাব্যবোদ্ধা আরবদের নেতা, প্রথম শ্রবণেই বুঝে গেছে ‘কাহিনি’। এরপরও কেন সে ইসলাম কবুল করেনি, সেই আলাপটা একটু পড়ে পাড়ছি। এখন যে আলাপটা করছি, সেটা হলো: কা’বার দরজায় টাঙানো ছিল বহুদিন ধরে শ্রেষ্ঠ ৭টি আরবি কবিতা, বলা হতো ‘সাবআ মুআল্লাকাত’ বা ‘ঝুলন্ত সপ্তক’। 
.
যখন সূরা কাওসার অবতীর্ণ হয়, তখন এই ৭ জনের কেবল একজন বেঁচে আছে। আবূ জাহল তার কাছে নিয়ে গেল ‘সূরা কাওসার’। সূরা দেখে কবি বিস্ময়াভিভূত হয়ে বলল: ‘সকল মহিমা প্রভুর জন্য, এটি মানুষের কথা হতে পারে না’। সে নিজে সেটা হাতে নিয়ে তখন কা'বায় গেল, নিজের কবিতাখানা সেখান থেকে নামিয়ে দিল, সূরা কাওসার লেখা কাগজটা সেখানে টাঙিয়ে দিল, আর নিচে ছন্দ মিলিয়ে আরেকটি লাইন লিখে দিল:
 ‘مَا هٰذَا كَلَامُ الْبَشَرِ’- 
এটা কোনো মানুষের কথা নয়’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ