বইঃ- ম্যাসেজ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া লেখকঃ- মিজানুর রহমান আজহারি

You have 12 unread message!
বইঃ- ম্যাসেজ আধুনিক মননে দ্বীনের ছোঁয়া 
লেখকঃ- মিজানুর রহমান আজহারি
প্রকাশনীঃ- গার্ডিয়ান পাবলিকেশন 
নির্ধারিত মূল্যঃ- ২৭৫ টাকা।
পৃষ্ঠাঃ-২৯৬

একজন জনপ্রিয় আলোচক আপনাকে ১২ টি না পড়া মেসেজের কথা বলছেন।
কী সেই ম্যাসেজগুলো!!!
কোন ম্যাসেজ গুলো তিনি আপনার কাছে পৌঁছাতে চান?
কোন উদ্দেশ্য  তিনি জানাতে চান তার সেই বার্তা গুলো? 
আমরা জানব লেখকের জানাতে চাওয়া সেই বার্তা গুলো.... 
❄️প্রথমেই যে বার্তাটি দিছেন সেটি হল 'কুরআনে মা'
আমরা সবাই জানি কুরআনের মা হল সূরা ফাতিহা।
তিনি এ অধ্যায়ে সূরা ফাতিহার গুরুত্ব,তাৎপর্য ও বিশেষণ তোলে ধরেছেন। সূরার গঠনবিন্যাস ও বিষয়বস্তু আলোচনা করেছেন।

❄️দ্বিতীয় বার্তাটি দিছেন 'মুমিনের হাতিয়ার'
"দু'আ"ই হলো মুমিনদের প্রধান হাতিয়ার।'আল্লাহর দৃষ্টিতে দুআর চেয়ে মহৎ কিছু নেই।'(বুখারি)
এই অধ্যায়ে আলোচনা করেছেন দুআ এর শক্তি, নবী (স) এর দোয়া।আর দোয়া আমরা কেন করব।দুআয় আমরা কি চাইব।কখন চাইব,দুআর আদব কী,দুআ কবুলের সময় কখন,দুআ কবুলের শর্ত সমূহ, কাদের দুআ দ্রুত কবুল হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন।

❄️তৃতীয় বার্তা হল 'কুরআনিক শিষ্টাচার '

মানুষের আচার-ব্যবহার,মানবিক-পাশবিক গুণাবলি, আদব-কায়দার কেমন হতে হবে তা বিশ্লেষণ করেছেন। অন্যের নিন্দা করা, মন্দ নামে ডাকা, গীবত করা, মন্দ ধারণা করা, কারো গোপনীয় বিষয়ের পিছে লাগা ইত্যাদির কুফল ও পরিত্রাণের উপায় বর্ণনা করেছেন।বলা যায় মানুষের মানবিক দিকগুলো নিয়ে আলোচনা করেছেন এ অধ্যায়ে।

❄️৪র্থ বার্তাটি হল " উমর দারাজ দিল"
ইসলামের দ্বিতীয় খলিফা উমর (রা) এর ইসলাম গ্রহণ, ব্যক্তিত্ব,শ্রেষ্ঠত্ব, খোদাভীতি,দিব্যদৃষ্টি সহ ছোট আকারে উমর (রা)  এর জীবনকে তুলে ধরেছেন।

❄️৫ম বার্তা হল 'ডাবল স্ট্যান্ডার্ড'
এ অধ্যায়ে মুনাফিকদের সম্পর্কে বর্ণনা করেছেন।

❄️৬ষ্ঠ বার্তাটি দিয়েছেন 'উসরি ইউসরাঃকষ্টের সাথে স্বস্তি '
হতাসা সবার জীবনেই নেমে আসে।কোন বিপদ পড়লেই আমরা হতাস হয়ে যাই।কিন্তু এই হতাসার পরেও যে শান্তির সময় রয়ে গেছে তা আমাদের কাছে অজানাই রয়ে যায়।
এই অধ্যায়ে মূলত হতাসা থেকে মুক্তি, হতাস না হওয়ার পথটিই দেখাতে চেয়েছেন লেখক। 

❄️৭ম বার্তায় জানিয়েছেন মানুষের রাগ সম্পর্কে। 
রাগের ফলে মানুষ অনেক কাজ করে ফেলে যার জন্য পরবর্তীতে তাকে প্রস্তাতে হয় সবসময়।এই রাগ থেকে পরিত্রাণ পাবার উপায়,রাগের সময় করণীয়তা নিয়ে আলোচনা করেছেন।

❄️৮ম বার্তাটি হল 'শাশ্বত জীবনবিধান'
ইসলাম আল্লাহ তায়াালর একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান। এই জীবন বিধানে মানুষের আগমনী সকল কিছুর সমাধান রয়েছে সেই বিষয়ে বর্ণনা করেছেন।ইসলাম যে আল্লাহর মনোনিত জীবনবিধান, মানবতার ,ব্যপকতার ,সর্বজনীন, সহজতার,স্বভাবজাত,জ্ঞানের, শান্তির,মধ্যমপন্থির ধর্ম তা তিনি সুচারুভাবে প্রমাণ ও ব্যাখ্যা করেছেন।

❄️৯ম বার্তায় জানিয়েছেন 'স্মার্ট প্যারেন্টিং' সম্পর্কে। 
একটি সুন্দর আগামী গঠনের জন্য বাবা মায়ের উচিত ছোট থেকেই তার সন্তানকে গঠন করা।একজন বাবা মাকে তার সন্তানকে গঠন করারা জন্য কি কি পদক্ষেপ নিতে হবে।
সন্তানের উপর বাবা মায়ের কর্তব্য। আদর্শ সন্তান গঠন করার জন্য কেমন বাবা মা হতে হবে তা নিয়ে আলোচনা করেছেন। 

❄️মসজিদঃমুসলিম উম্মাহর নিউক্লিয়াস 
১০ম বার্তায় জানিয়েছেন মসজিদ এর গুরুত্ব সম্পর্কে। 
মসজিদ হওয়ার দরকার ছিল আমাদের সমাজের প্রাণকেন্দ্র। কিন্তু আমাদের মসজিদ গুলো এখন শুধু বিরাণ ভূমি।সমাজে মসজিদের ভূমিকা, গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
শ্রেষ্ঠ তিনটি মসজিদের গল্প শুনিয়েছেন।
মসজিদ গুলোকে আবার কি ভাবে সমাজের কেন্দ্র বিন্দুতে পরিণত করা যায় সেই সম্পর্কে বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। 

❄️১১তম বার্তায় জানিয়েছেন 'ঐশী বরকতের চাবি' সম্পর্কে। 
হালাল হারামের বিবরণ, রিজিক ইত্যাদি স্পষ্টভাবে প্রকাশ করেছেন।
হালাল জিনিস ও যে হারাম হয়ে যেতে পারে তা উল্লেখ করেছেন।

❄️সর্বশেষ যে বার্তা পৌঁছিয়েছেন তা হল 'বিদায় বেলা'
মৃত্যু মানুষের ইহকালীন জীবনের সমাপ্তি টেনে নিয়ে আসবে।সবাইকে এই চির সত্যের মুখোমুখি হতে হবে।বিশ্বাসী, অবিশ্বাসী সকলকেই এই যাত্রার যাত্রী হতে হবে।লেখক এখানে বিশ্বাসি ও অবিশ্বাসিদের বিদায় এর সম্পর্কে তুলে ধরেছেন।পরকালীন জীবনের প্রথম ধাপ সম্পর্কে ধারণা দিয়েছেন।
সর্বশেষ একটি গল্প বলে বইটির ইতি টেনেছেন লেখক। 

আপনি যদি বইটিতে সাহিত্য খুঁজতে যান হয়তো বইটি আপনাকে একটু হতাশ করতে পারে।

বইটির লেখক যেমন একজন সুবক্তা। তার লেখার ধরণটাও তেমন সহজ সরল।বইটি পড়ার সময় আপনার মনে হতেই পরে হয়তো আপনি লেখকের কোন ওয়াজ শুনতেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ