বই: প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ লেখক: ড.সালমান আল আওদাহ

আল্লাহর রহমতে বেশ কিছু ভালো বই পড়ার সুযোগ হয়েছে,যার মাঝে "প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ" বইটি একটি। আলহামদুলিল্লাহ। 

বইটি পড়ে ব্যাক্তিগতভাবে আমি বেশ উপকৃত ও ইন্সপায়ার  হয়েছি।সবাই আমাকে ভালোবাসবে,সবাই আমার শুভাকাঙ্ক্ষী হবে এমনটা তো আর সম্ভব না।সবার সাথে আমার মতের মিল থাকতেই হবে,সবাই আমার হ্যা তে হ্যা মিলাবে এমনটা হওয়া যেমন সম্ভব না তেমন জরুরী ও নাহ কিন্তু তাই বলে তারা কি আমার শত্রু? তাই বলে তাদের উপর রাগ করা কিংবা উলটে জবাব দেয়া কতোটা যুক্তিযুক্ত?নিজের মতকে সঠিক প্রতিষ্ঠা করতে কারো বলা সত্যকে উপেক্ষা করে যাওয়া কি ঠিক? সমালোচকদের,শত্রুদের পাল্টাপাল্টি জবাব দেয়ার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের জীবনে আছে,অনেক গুরুত্বপূর্ণ আমল আছে,সেগুলোয় আমাদের মন দেয়া উচিত তাহলেই জীবনে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। কিভাবে আমরা নিজেদের রাগ সংবরন করবো,কিভাবে নফসকে পরাজিত করবো,অযথা বিতর্কিত বিষয় নিয়ে রেষারেষি তর্ক এড়িয়ে যাবো,আদর্শ ও সদাচারী মানুষ হয়ে উঠবো এইসব ব্যাপার গুলো খুব সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে বইটিতে। আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো বইটি পড়তে ইন শা আল্লাহ।


বই: প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ 

লেখক: ড.সালমান আল আওদাহ

অনুবাদক: আশিক আরমান নিলয়

প্রকাশক: সীরাত পাবলিকেশন


#বুক_রিভিউ

#mustread

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ