বইঃ সালাফদের চোখে কবর book review

বইঃ               সালাফদের চোখে কবর

সংকলনঃ      আহমাদ ইউসুফ শরীফ।

পৃষ্ঠাঃ              ১২৮ 

দামঃ               ১৬৭৳ (প্যাপারবেক)

প্রকাশনা          শব্দতরু ~~((ShobdoToru))


সাহারা খাতুন মারা গেল। শেখ আব্দুল্লাহ চলে গেল। এর আগে নসিম এবং প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদ পরপারে পাড়ি জমালো। মৃত্যু এমনই একটি বাস্তবতা। আমাদের সবাইকে কবরে যেতে হবে। দেশের এসমস্ত রাঘব বোয়ালদের মারা যাওয়া আমাদেরকে মৃত্যু ও কবরের বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেয়।


পাঠ অনুভূতি••••••

বইটিতে কবর সংশ্লিষ্ট বিষয়গুলো এমনভাবে পূর্ববর্তীদের রেফারেন্সে বর্ণিত হয়েছে যে পৃথিবীর যাবতীয় স্বাদ-আহ্লাদ, দুনিয়ার প্রতি লোভ ভালোবাসা, প্রয়োজনহীন আড্ডা, গুনাহ অশ্লীলতার প্রতি আকাঙ্ক্ষা ইত্যাদিতে পানি ঢেলে দিবে। মানুষের মধ্যে তীব্র দুনিয়া বিমুখতা তৈরি করবে। যে কোন প্রকার গুনাহের কাজ করার আগে মৃত্যুর বিভীষিকা ও কবরের ভয়াবহতার কথা বারবার স্মরণ হতে থাকবে।


 সালাফের অর্থ••••••

 সালাফ কি? সালাফ একটি আরবি শব্দ। যার অর্থ হলো পূর্বসূরী হকপন্থী মুমিন ব্যক্তিদের দল। শব্দটি রাসূল (সা.), সাহাবায়ে কেরাম,তাবেঈন ,তাবে-তাবেঈন  (রা.) দেরকেও অন্তর্ভুক্ত করে । সুতরাং বইটিতে তাঁদের দৃষ্টিতে কবরের বাস্তবতা চিত্রিত হয়েছে।

    

     ▪️শুনেছেন তো !!?

কখনো কি শুনেছেন কবর থেকে উপদেশমালা ভেসে আসে? বিশ্বাস হবে!  কবর থেকে উপদেশ মূলক কবিতা ভেসে আসার আওয়াজ?

নিজ চোখে কখনো কবরের আজাব দেখেছেন! কোন টেলিভিশনে কি কখনো চিত্রিত হয়েছে যে মাকে দাফন করার কয়েকদিন পরে কবরে বাচ্চার জন্মের কথা!!

কেমন অনুভূতি হবে আপনার! যখন আপনি পাঁচশত বছর, সাতশত বছর জীবিত থাকা ব্যক্তিদের মৃত্যুর পর মাথার পাশে শুকনো, খটখটে কাঠের খন্ড থেকে মৃত ব্যক্তির দুনিয়ার বাস্তবতা উন্মোচনকারী উপদেশমূলক বাণী দেখবেন!!

পিলে চমকানো এই জাতীয় ঘটনাবলীর সমাহার এতে বেশ ভালো ভাবেই আছে।


    বইটিতে••••

কোরআন ও হাদিসের আলোকে কবরের বিষয়টি আলোচনা করা হয়েছে । কবরের জীবনের পরবর্তী জীবন ,  কবরের প্রকৃতি ও পরিবেশের বর্ণনা, কবরের আজাবের ভয়াবহ জীবন্ত বর্ণনা আছে।

    

      সালাফদের অনুভূতি•••••

কাফন দাফনের সময় সালাফরা মানুষদেরকে কি কি উপদেশ দিতেন,

জানাযায় উপস্থিত হয়ে সালাফদের মানসিক অবস্থার বিবরণ, 

মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং  জানাযার সময়  আবৃত্তি করা সালাফদের হৃদয় নিংড়ানো কবিতামালা, 


কবরের মতো ভয়ানক বিষয়টি সালাফদের দৃষ্টিতে কেমন ছিল, 

পার্থিব জীবনের অসারতা, মৃত্যু ও কবর বিষয়ে সালাফদের অনুভূতি জাগানিয়া কবিতাগুচ্ছ।

 পাশাপাশি সালাফদের নিজ চোখে দেখা  কবরের রক্ত হিম করা ভয়াবহ আজাব ও আওয়াজ ইত্যাদি  বিষয়গুলো নিয়ে বইটির অধ্যায়গুলো সাজানো।


বইটির শুরুতে সংকলকের মরহুম আব্বার দাফনের সময় হৃদয় নিংড়ানো স্বরচিত একটি কবিতা এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ