Post ID 1114532 আমরা সুসময়ের মূল্যায়ন, সুস্বাস্থ্যের মূল্যায়ন,অবসরের মূল্যায়ন,বেঁচে থাকার মূল্যায়ন কোনটাই ঠিকমত করতে পারি না। সময়ের মূল্যায়নের জন্য আমাদের পূর্বসূরি রা কি করতেন সে বিষয়ের কিছু উদাহরন দেখা যাক। হযরত ছিররী (রহ.) বলেন, আমি হযরত জুরজানী (রহ.) কে ছাতু খেতে দেখে জিজ্ঞেস করলাম, "আপনি এভাবে শুকনো ছাতু খাচ্ছেন! তিনি বললেন, 'রুটি চিবিয়ে খাওয়া এবং এভাবে ছাতু খাওয়ার মধ্যে আমি হিসেব করেছি যে, রুটি খেতে সময় বেশি খরচ হয়! আর যে অতিরিক্ত সময় খরচ হয়, ওই সময়টাতে একজন মানুষ সত্তরবার سُبْحَانَ الله পড়তে পারে। এ'জন্য-ই আমি চল্লিশ বৎসর যাবৎ রুটি খাওয়া ছেড়ে দিয়েছি। ছাতু খেয়ে-ই জীবন অতিবাহিত করি, আর যিকিরে মশগুল থাকি!" অথচ আমরা কি করি?রুটি,পরোটা,মোঘলাই, পোলাও,কোর্মা,রোস্ট ইত্যাদি যত ধরনের খাবারের আইটেম আছে সবই করতে চাই।রুটি না খেলে হবেই না। রুটিই লাগবে।উদাহরনের জন্য শুধু রুটির কথা উল্লেখ করা হয়েছে।রুটি কিংবা অন্যান্য খাবার বানানো যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়।যেসব খাদ্য তৈরিতে সময় বেশি, পরিশ্রম বেশি ইচ্ছা করলেই কিন্তু সে খাবারের পরিবর্তে আমরা অন্য কিছু খেয়ে নিতে পারি। কিন্তু আমরা ...