ম্যাগাজিন: 'ঈদ রোমন্থন' ১ম সংখ্যা, মে '২১
পৃষ্ঠা: ৬৪
মূল্য: ৬০৳
রিভিউ লেখক: রহমান হাসিবুর
গতকাল কেনার পর ম্যাগাজিনটা হাতে নিয়ে কেমন যেনো মনটা খারাপ হয়ে গেলো। ভেবে পাচ্ছিলাম না যে, ৬৪ পৃষ্ঠার সাইজে এত ছোট ম্যাগাজিনের দাম কিভাবে ৬০ টাকা হয়। এর আগেও ত কত ম্যাগাজিন কিনেছি।
যাই হোক, মন খারাপ নিয়েই পড়া শুরু করলাম। শুরুতে বেশ কয়েকটা গল্প ছিলো। একে একে গল্পগুলো পড়া শেষ করছিলাম, আর মন আরও খারাপ হয়ে যাচ্ছিল। না না! এই মন খারাপ ঐ শুরুর মন খারাপের মতো না। এটা অন্যরকম মন খারাপ। মনের ভিতর হাহাকার করে উঠছিলো। গল্প গুলো এত বেশি মানবিক আর সুন্দর ছিলো কি বলব! শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়াই ততক্ষণে বাকি। (কান্নার ব্যাপারে আমি অনেক শক্ত। সহজে কেনো যেন কান্না আসে না। আমার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত কেঁদে দিতো)
গল্প গুলো পড়ার পর ঈদের নতুন সংজ্ঞা শেখা যাবে। আর সে অনুযায়ী জীবনে বাস্তবায়ন করা গেলে, নিজের ভিতর অন্যরকম এক প্রশান্তি কাজ করবে। নিজের জীবনে নতুন ঈদ নেমে আসবে। প্রত্যকটাই এত ভালো গল্প ছিলো যে একটাকে রেখে অন্যটাকে শ্রেষ্ঠ বলা বেমানান হয়ে যাবে।
সাথে ছিলো অসাধারণ কিছু ছড়া-কাব্য। গল্পগুলোর মতই ছড়াগুলোও নতুন করে ভাবতে শেখাবে। সবগুলো ছড়ার ভিতর 'টোকাই ছেলের ঈদ' আর 'ঈদের দিনের আমল' এই ছড়াদুটো বেশি ভালো লেগেছে। বিশেষ করে 'টোকাই ছেলের ঈদ'।
প্রবন্ধ এর আগেও পড়েছি অনেক জায়গায়। কিন্তু সেগুলো কেমন কঠিন ভাষায় লেখা থাকত। কিন্তু টিনটিন ম্যাগাজিনে স্থান পাওয়া প্রবন্ধ গুলো এত সহজ, সুন্দর, আকর্ষণীয় ভাষায় লেখা। কি বলব! আর ঈদের যে আসল মাহাত্ন্য এবং আমাদের কর্তব্য সেটা প্রবন্ধগুলো পড়লে একদম ফঁক ফঁকা ক্লিয়ার হয়ে যাবে।
ঈদ স্মৃতি 'রোমন্থন' গুলো সাজানো ছিলো ভিন্ন রকম মিশেলে। কোনোটা আক্ষেপের, কোনটা শিক্ষার, কোনোটা সতর্কতার, কোনটা নস্টালজিয়ার আর কোনোটা মজার। এত স্বাদ একসাথে!
ভাইরে! বোনরে! এর আগেও অনেক ঈদ সংখ্যা পড়েছি জীবনে। কিন্তু এইরকম ঈদ সংখ্যা সত্যিই পাই নি। বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে ভ্রমণকাহিনী, রান্নাবান্না, রম্যগল্প, অঙ্কন সব-ই ছিলো 'ঈদ' কে নিয়ে। আর আগেত ছোটগল্প, ছড়া-কাব্য, প্রবন্ধ-গল্প আর ঈদ রোমন্থন এর কথা বললাম-ই । ৬৪ পৃষ্ঠার সবকিছু একদম ঈদকে ঘিরে। এইরকম একটা ম্যাগাজিনের জন্য কতদিন থেকে স্বপ্ন দেখতাম যে, শুধু ঈদকে ঘিরেই সব কিছু হবে। ঈদ ম্যাগাজিনে আবার অন্য কথা কেনো থাকবে! অবশেষে, আমার মনের সাধ মিটল। আলহামদুলিল্লাহ!
পুরো ম্যাগাজিন পড়া শেষে মন আর খারাপ থাকল না। তখন বুঝতে পারলাম ম্যাগাজিনের দাম ৬০ টাকা কেনো, যদি ১০০ টাকাও নিতো তাও কিনতাম। আরেকটা জিনিস প্রতিজ্ঞা করলাম মনে মনে যে, পৃষ্ঠা সংখ্যা দেখে এখন থেকে আর কোনো বই/ম্যাগাজিনের দাম নির্ধারণ করে বসব না। বইয়ের কন্টেট যদি ভালো হয়, তাহলে কম পৃষ্ঠার বইয়ের দামও অনেক বেশি হতে পারে। কষ্ট করে যারা লিখছেন, তাদের মেধার কাছে এই দাম কিছুই না।
যাই হোক। বেশ কিছু জায়গায় বানান ভুল চোখ এড়ায় নি। আর সূচীপত্রের 'রোমন্থন' এর দুটা গল্পের সূচি একটু এইদিক-ঐদিক। ধরে নিলাম যে ১ম সংখ্যা, তার ওপর বেশি সময় ছিলো না ঈদের আগে। তাই এইরকম। তবে জোর দাবি জানাচ্ছি যাতে করে সামনের সংখ্যাগুলোতে এইরকম ভুল আর না থাকে। আরও সুন্দর, আকর্ষণীয় সংখ্যা সামনে হাতে পাবো - এই কামনায় আজ শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।
| Teen-টিন : আকাশে উড়ব একদিন
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....