বই:দা ডিভাইন রিয়ালিটি সম্পাদনা:আরিফ আজাদ বই রিভিউ

বই:দা ডিভাইন রিয়ালিটি

লেখক:হামজা আন্দ্রেস জর্জিস

অনুবাদ:মাসুদ শরীফ

সম্পাদনা:আরিফ আজাদ

প্রকাশনায়:সিয়ান পাবলিকেশন।



হামজা জর্জিস এর একটি মাস্টারপিস বলতে পারি এই বইটিকে।


বিজ্ঞান আর দর্শন এর যে বিষয়গুলোকে কেন্দ্র করে নাস্তিকরা যুক্তি দেয় ধর্মের বিরুদ্ধে,সেই যুক্তিগুলো এক এক করে অপনোদন করা হয়েছে এই বইতে।


সেই সাথে একজন স্রষ্টার অস্তিত্ব আর কুরআনের ঐশী গ্রন্থ হওয়ার পেছনে লেখক ধাপে ধাপে যেসব আর্গুমেন্টস দাঁড় করিয়েছেন,সেসব সত্যিই অসাধারণ।


বইটি পড়তে গিয়ে যে বিষয়টি আমাকে মুগ্ধ করেছে তা হলো-

লেখকের দেওয়া কোনো যুক্তির বিপরীতে নিরপেক্ষভাবে চিন্তা করে যদি অন্য যুক্তি মাথায় আসে,ঠিক একটু পরেই দেখা যাবে লেখক তা নিয়েও লিখেছেন।এই ব্যাপারটি বইটিকে অনন্যতা দিয়েছে।লেখক এর ব্যক্তিগত জীবন বোধহয় এর পেছনে ভূমিকা রেখেছে।তিনি একজন ভালো বিতার্কিকও বটে।'A Universe from Nothing' বইটির রচয়িতা স্পষ্টভাষী নাস্তিক অধ্যাপক লরেন্স ক্রসের সাথে তার Islam আর Atheism বিষয়ক debate টির YouTube এ views সংখ্যা 4M এরও বেশি।


একজন পাঠক মুসলিম,অমুসলিম,নাস্তিক,সংশয়বাদী,মানবতাবাদী যা-ই হোক না কেন,এই বইটি তার চিন্তা-চেতনাকে আরেকবার আন্দোলিত করবে।


উল্লেখ্য,লেখক হামজা জর্জিস একজন রিভার্টেড মুসলিম।২০০২ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা উনার পরিশ্রমকে কবুল করে নিন।


.

বই:দা ডিভাইন রিয়ালিটি


লেখক:হামজা আন্দ্রেস জর্জিস


অনুবাদ:মাসুদ শরীফ


সম্পাদনা:আরিফ আজাদ


প্রকাশনায়:সিয়ান পাবলিকেশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ