বই: আমলে ছালেহ
মূল: শায়খ সামী মুহাম্মাদ
তাহক্বীক: ইমাম মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী
অনুবাদ: ড. মুযাফফর বিন মহসিন
ইসলামিক রিসার্চ এ্যান্ড রিফরমেশন সেন্টার
প্রকাশনায়: আছ-ছিরাত প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা: ৩৮২
আল-কুরআনুল কারীম ও ছহীহ হাদীছের দলীল দ্বারা প্রমাণিত আমলকে ‘আমলে ছালেহ’ বা সৎ আমল বলে। আর দলীলবিহীন বানােয়াট আমলকে জাল আমল বা বিদ'আতী আমল বলে । আল্লাহর কাছে শিরক মিশ্রিত ঈমানের যেমন কোন অস্তিত্ব নেই, তেমনি বিদ'আত মিশ্রিত আমলেরও কোন মূল্য নেই।
তাই কেউ আল্লাহর সাথে মুলাকাত করতে চাইলে তাকে শিরকমুক্ত ঈমান এবং বিদ'আতমুক্ত সৎ আমল নিয়ে আল্লাহর সামনে হাযির হতে হবে (সূরা আল-কাহফ : ১১০)। কারণ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা মানুষের বাহ্যিক অবস্থার মূল্যায়ন করবেন না, বরং ঈমান ও সৎ আমলের মূল্যায়ন করবেন (ছহীহ মুসলিম, হা/২৫৬৪)। কিন্তু দুঃখজনক হল, অধিকাংশ মানুষ বিশুদ্ধ আক্বীদা ও সৎ আমলের বিষয়টিকে গুরুত্বই দেয় না। শুধু বেশি বেশি আমল করা নিয়ে ব্যস্ত। আমলগুলাে ছহীহ দলীল ভিত্তিক হচ্ছে কি-না সেটা কেউই ভাবে না।
সে জন্য অসংখ্য মানুষ যে সমস্ত আমল নিয়ে ব্যস্ত, সেগুলাে দলীল বিহীন এবং যঈফ ও জাল হাদীছ ভিত্তিক। তাই তারা বিভিন্ন ইবাদতে ব্যস্ত থাকলেও তাদের মাঝে কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দেখতে পরহেযগার মনে হলেও সূদ-ঘুষ, যেনা-ব্যভিচার, হারাম, বেহায়াপনা, অশ্লীলতা, গান-বাজনা, অন্যায়-অনাচার, মিথ্যাচারসহ নানা জঘন্য অপকর্মে নিমজ্জিত। অধিকাংশ মুছল্লীর অবস্থা মাকাল ফলের মত। যেমন হাদীছের সাথে মিলে গেছে যে, এমন একটি যুগ আসবে যখন সব মসজিদে মানুষ মুছল্লী সেজে দলে দলে জমায়েত হয়ে ছালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না' (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/৩০৯৯২, সনদ ছহীহ)।
অতএব সাবধান! আমল যদি বিদআত মিশ্রিত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সব আমল নষ্ট করে দিবেন। (সূরা আল-ফুরক্বান : ২৩)। অনুরূপ কেউ রাসূলুল্লাহ (ছা:) -এর সুন্নাহকে অবজ্ঞা করে জাল বা ভুয়া আমল নিয়ে ব্যস্ত থাকলেও তার পরিণাম জাহান্নাম (সূরা আল-কাহফ : ১০৩-| ১০৬)। সুতরাং ছহীহ দলীল দ্বারা যে আমল প্রমাণিত সেগুলােই করতে হবে। যঈফ ও জাল হাদীছ ভিত্তিক কোন বিদ'আতী আমল অতি সত্বর বর্জন করতে হবে।
গ্রন্থটি মূলত ছহীহ হাদীছের সংকলন। এর মধ্যে কোন যঈফ ও জাল বর্ণনা স্থান। পায়নি। এতে পবিত্রতা, ছালাত, জুমু'আ, যাকাত, ছিয়াম ও নফল ছিয়াম, হজ্জ ও ওমরাহ, জানাযা, জিহাদ, কুরআন তেলাওয়াত, যিকির-দু'আ ও ইলমের ফযীলত ও বিবরণ স্থান পেয়েছে। প্রত্যেক মুসলিম ভাই-বােনের জন্য এই অতি মূল্যবান গ্রন্থটি দৈনন্দিনের গাইড বুক হিসাবে উপকার দিবে ইনশাআল্লাহ।
গ্রন্থটি সমাজে প্রচলিত যঈফ-জাল হাদীছ ও বানােয়াট ফযীলত নির্মূলে এবং ছহীহ দলীল ভিত্তিক সৎ আমল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
আমাদের পেজ লিঙ্ক 👇
https://www.facebook.com/alokitoboighordotcom/
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....