ফিলিস্তিনি দূতাবাসে সাহায্য পাঠাবার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো আপনার জানা উচিত -boipaw.com

Post ID 1114529
বর্তমানে ইজরায়েলী বর্বরতা ও তাদের ভয়াবহ হামলার শিকার হচ্ছে ফিলিস্তিন বাসীরা আর তাই যেহেতু আমরা মুসলমান অন্য যেকোন মুসলমান উনাদের ভাই।
এছাড়া ও রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই তাই পৃথিবীর যেকোন প্রান্তে কোন মুসলমানের অন্তরে কোন ব্যথা পেলে সেটা আমরা অনুভব করার চেষ্টা করি।


ফিলিস্তিনের দূতাবাসে টাকা দেয়ার জন্য অনেক সেলিব্রেটি পোস্ট দিয়েছেন। বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস হল মাহমুদ আব্বাসের সরকারের। ফাতাহ নামক সংগঠনের চেয়ারম্যান মাহমুদ আব্বাস ফিলিস্তিনের জন্য একটা সমস্যা। তার জন্যই সশস্ত্র রেজিস্ট্যান্স থেকে ফিলিস্তিনের বড় একটা ভূখণ্ডের মানুষ বিরত আছে।  তারা নিজেদের ভূমি, ইচ্ছা, আদর্শ সবই আমেরিকা ইস•রাইলের কাছে বিক্রি করে দিয়েছে। মোটকথা, ইস•রাইলের পাপেট হল এই মাহমুদ আব্বাসের সরকার। 

হামলা হচ্ছে গাজায়। ইস•রাইলের বিমান বাহিনি থেকে নিক্ষিপ্ত শত শত কেজি ওজনের বোমাগুলো এই অঞ্চলের বাড়িঘর, স্কুল, হাসপাতাল, মসজিদ- সব ধ্বংস করে দিচ্ছে। অর্থ সাহায্য দরকার এই অঞ্চলের মানুষদের। এই অঞ্চল যারা নিয়ন্ত্রণ করে তাদের। 

মনে রাখবেন, গাজা নিয়ন্ত্রণ করে সশস্ত্র সংগঠন হা•মা•স, তারাই একমাত্র সংগঠন যারা ইস•রাইলের বিরুদ্ধে সীমিত সামর্থ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। তারাই গাজা শাসন করে। ফলে গাজার সকল কিছু তাদের মাধ্যমেই হবে। এখানে মাহমুদ আব্বাসের 'খানা' নাই। 

মাহমুদ আব্বাসের মত গাদ্দার, আপোষকামী নেতার জন্যই মূলতঃ ইস•রাইলের বিরুদ্ধে প্রতিরোধ সর্বশক্তি দিয়ে করতে পারছে না ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ। এটাই সত্য। মাহমুদ আব্বাসের সংগঠন ফাতাহ এবং ইস•মাইল হানি•য়ার হা•মা•সের মধ্যে রেজিস্ট্যান্স ইস্যুসহ বেশ কিছু ইস্যুতে বিরোধ রয়েছে। আপনি টাকা দিলেও তা গাজায় পৌঁছাবে না। মাহমুদ আব্বাসের লোকজন গাজায় অর্থ সাহায্য নিয়ে যেতে পারবে কিনা তাও নিশ্চিত নয়। গাজায় কোনো গাদ্দারকে প্রবেশ করতে দেয়া হয় না। 

আরেকটা কথা। মাহমুদ আব্বাসের ফাতাহ নিয়ন্ত্রিত এলাকায় সাহায্যের কোন দরকার আছে কি? 

আমেরিকা, ইউরোপ, ইসরাইল আছেই তাদের সাহায্য করার জন্য। কাড়ি কাড়ি ডলার ছাড়া তো আর সে রেজিস্ট্যান্স থেকে সরে আসে নি! তার নিয়ন্ত্রিত এলাকায় সাহায্যের দরকার নাই। আপনারা বরং গাজায় কিভাবে সাহায্য করবেন সেটা নিয়ে ভাবুন। 

|| ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে গাজায় অর্থ সাহায্য প্রায় অসম্ভব || 
— মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ