মাত্র ১০ দিনের মাথায় ইসরাইল যুদ্ধ বিরতিতে সম্মত! কোথায় তাদের দূর্বলতা?

Post ID 1114539
মাত্র ১০ দিনের মাথায় ইসরাইল যুদ্ধ বিরতিতে সম্মত!!!
তাদের দুর্বলতা কিংবা হামাসের সামরিক শক্তির রহস্য কি আসলে?

এই যুদ্ধে ইসরাইলের মেইন অস্ত্র ছিল অত্যাধুনিক আয়রন ডোম। গত দশ বছরে এই আয়রন ডোম প্রায় ২,৫০০ ত্রেট ইন্টারসেফট করছে যার সাকসেস রেট প্রায় ৯০%।  রাডারের মাধ্যমে প্রথমে তারা হামাসের মিসাইলকে শনাক্ত করে আর সাথে সাথে ডোম থেকে পালটা মিসাইল নিক্ষেপ করে ইসরাইলের ভুখন্ড স্পর্স করার আগেই ধ্বংস করে দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে,এই ডোমের ও কিছু সীমাবদ্ধতা আছে, এটা একসাথে অনেকগুলো মিসাইলকে ক্যাপচার করতে পারে না, আর  হামাস যখন রুকেট ছুড়ে তার একসাথে অনেকগুলোই ফায়ার করে যার কারনে কিছু রকেট ডোম এর চোখ ফাঁকি দিয়ে সরাসরি টার্গেটে গিয়ে আঘাত হানে । IDF(Israeli Defence Force) এখানে যে মিসাইল ব্যবহার করে  এটাকে  তামির মিসাইল বলে, যেগুলোর সাপ্লাই লিমিটেড আর অত্যন্ত ব্যয়বহুল! প্রশ্ন হচ্ছে, ইসরাইলের এত্ত অত্যাধুনিক সব প্রযুক্তি থাকতে তারা হামাসের এই ব্যাকডেটেট রকেট কে কেন থামাতে পারে না ! হ্যাঁ, কাহিনী এখানেই ব্যাকডেটেট বলেই হামাসের এই প্রযুক্তি আধুনিক প্রযুক্তির সাথে মিলে না, এটার  কোন আপডেটেট গাইডেন্স সিস্টেম নাই, নরমাল মেটাল দিয়ে বানানো। এক একটা মিসাইল ৬ ফিট লম্বা আর ওজন গড়ে আনুমানিক ৮ পাউন্ডের। রকেটের সাইজ সর্বোচ্চ ১০০ পাউন্ড আর রেঞ্জ ২০ মাইলের মত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হামাস যেহেতু এটা নিজেরাই বানায় তাই এই রকেটের স্ট্রাটেজি সম্পর্কে ইসরাইল তেমন কিছুই জানে না! যার কারনে এই আয়রন ডোম হামাসের ব্যকডেটেট মিসাইলকে ১০০% ঠেকাতে পারে না! আর এখানেই ইসরাইলের ভয়ের কারন। এরা এমনিতেই ভীতূ জাতি, এর উপ্রে আন্তর্জাতিক প্রেসার তো আছেই! সব মিলিয়ে ইসরাইল যে খুব সুবিধায় আছে তা বলা মুশকিল। মোরাল স্ট্র্যান্থ না থাকলে আসলে হিপোক্রেসি আর মাইন্ড গেইম খেলে খুব বেশি দূর আগানো যায় না!  ধর্মের দোহাই আর আন্তর্জাতিক লবি দিয়ে যতই চেষ্টা করুক না কেন দিনশেষে এরা অভিশপ্তই থেকে যাবে! আর অভিশপ্তরা সাময়িকভাবে লাভবান হতে পারবে কিন্তু আল্টিমেট বিজয়ের মুখ এরা কখনোই দেখবে না ইনশাআল্লাহ্‌।

Comments

Popular posts from this blog

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah