বই: রুহামাউ বাইনাহুম
লেখক: ড. রাগিব সারজানি
অনুবাদক: শামীম আহমাদ
পৃষ্ঠা: ৪৩২
বাঁধাই ধরন: হার্ডকভার
জীবনযাপনের প্রতিটি বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ ও অনুসরণীয়। একইভাবে অসহায়দের সহায়তা করা এবং বিপদগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রেও তিনি আমাদের আদর্শ। যেমন হজরত আনাস বিন মালিক রা. বলেন,
“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ও সাহসী ব্যক্তি। এক রাতে [বিকট এক আওয়াজে] মদিনাবাসী ভয় পেয়ে যায়। কিছু মানুষ সেই আওয়াজ লক্ষ করে এগিয়ে যান। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে তাদের পেলেন। কেননা, তিনি তাদের আগেই ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি তখন আবু তালহার জিনবিহীন ঘোড়ার ওপর আরোহী ছিলেন আর তার কাঁধে ঝোলানো ছিল তরবারি। তিনি লোকদের উদ্দেশে বললেন—ভয় নেই... ভয় নেই...।”
সাধারণ মানুষদের সাহায্য করা, তাদের জন্য চিন্তিত থাকা এবং তাদের সুরক্ষিত রাখার ব্যাপারে এটি ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত। পাশাপাশি তিনি এর মাধ্যমে মুসলমানদের এই শিক্ষাও দান করলেন যে—এমন পরিস্থিতিতে তাদের কেমন আচরণ করা উচিত।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....