বইয়ের নামঃ জীবনে যা দেখলাম (৪র্থ খন্ড)
লেখকঃ অধ্যাপক গোলাম আযম
কামিয়াব প্রকাশন লিমিটেড
বইটি মূলত অধ্যাপক গোলাম আযমের জীবনী। চতুর্থ খন্ডে ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঘটনাবলী আলোচিত হয়েছে। এই খন্ডে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।
লেখকের হজ্জ পরবর্তী সৌদিতে কর্মকান্ডের আলোচনার মাধ্যমে বই শুরু হয়েছে। তিনি বাদশাহ ফয়সালের সাক্ষাত করেন এবং ওয়ামীর প্রতিষ্ঠাকালীন সম্মেলনেও যান। এই সম্মেলন থেকে তার জীবনে প্রভাব বিস্তারিত আলোচনা করেছে। বাহরাইন, কুয়েত, আবুধাবি এবং দুবাই সফর করেন। এর মাঝে তার পিতার মৃত্যু সংবাদ আসে। অতঃপর তার বৈরুত এবং লিবিয়া ভ্রমণ করে লন্ডনে যাওয়ার বর্ননা এসেছে। সেই সাথে লিবিয়ার গাদ্দাফীর কিছুর নীতিও আলোচনা করেছেন।
স্বাধীন বাংলাদেশের করনীয় প্রসঙ্গে একটি পুস্তিকার আলোচনা করেছেন। সেই লন্ডনের বাঙালীদের মনোভাবও তুলে ধরেছেন।
ত্রিপোলী সম্মেলন এবং সেখানে গাদ্দাফী এবং থার্ড থিওরী নিয়ে খামখেয়ালীর বর্ননা এসেছে। লন্ডন থেকে আমেরিকা যেয়ে সেখানে দেশজুড়ে সফর এবং কালোদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা উঠে এসেছে। তারপর কুয়েত সফর করে সৌদে ঈদ উৎযাপনের বর্ননা এসেছে।
ইংল্যান্ডের মানুষের কিছু ভালো বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তারপর মাওলানা মওদূদীর জন্মশতবর্ষ উপলক্ষে পাকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান প্রসঙ্গ এসেছে। সেখানে উপস্থিত বিশ্বের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মাওলানা মওদূদী সম্পর্কে অভিব্যাক্তি উল্লেখ করেছেন। সম্মেলনের ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের পরিস্থিতি সুষ্পষ্টভাবে ফুটে উঠেছে।
সৌদিতে রাবেতায়ে আলম সম্মেলন, বাংলাদেশ নিয়ে আলোচনা, বাদশাহ ফয়সাল হত্যা নিয়ে আলোচনা করেছেন।
শেখ মুজিবের দুঃশাসনের বিস্তারিত পর্যালোচনা তুলে ধরেছেন। সেই সাথে ১৫ আগস্ট বিপ্লব, ৩ নভেম্বর প্রতিবিপ্লব এবং ৭ নভেম্বরের বিপ্লব নিয়েও জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। সেই সময়ের জামায়াতের কার্যক্রম তুলে ধরেছেন। বিশেষ করে ৭৫ সালের ঘটনাবলী নিয়ে তার বিশ্লেষণ ইতিহাসে যথেষ্ট গুরুত্ব বহন।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....