বইয়ের নাম : জীবন গড়ার কিছু কথা লেখক : নাজমুল ইসলাম কাসিমী বই রিভিউ

Post ID 111436
বইয়ের নাম : জীবন গড়ার কিছু কথা 
লেখক : নাজমুল ইসলাম কাসিমী
সম্পাদনা : মুফতী জিয়াউর রহমান 
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ 
মুদ্রিত মূল্য : ১১০ টাকা।

আল্লাহর রাসূল (সাঃ) কে একটা চমৎকার গুন দেওয়া হয়েছিল — জাওয়ামি আল-কালাম  তথা অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। বর্তমান যুগে রাসূলের উত্তরাধিকারীদের মাঝে খুব স্বল্প সংখ্যক আলিমদের মাঝে আমরা এই গুনটি দেখা যায় ,তাদের মাঝে একজন হলেন নাজমুল ইসলাম কাসিমী। তিনি তার রচিত গ্রন্থ "জীবন গড়ার কিছু কথা" বইতে জীবন গড়ার পাথেয় ও দিকনির্দেশনামূলক অনেক বাণী একত্র করেছেন। 
.
➤ সার-সংক্ষেপঃ- 
"জীবন গড়ার কথামালা বইটি মাত্র ৮৮ পৃষ্ঠার একটি বই। যদি এককথায় বলতে বলা হয় এই বইটি কোন বিষয়ের উপর লেখা তাহলে উত্তর দেওয়া সম্ভব নয়। সর্বমোট ৮৫টি শিরোনামে সাজানো হয়েছে অনেক জীবনঘনিষ্ঠ কথা মালা। যেখানে রয়েছে অসংখ্য মুক্তো সমৃদ্ধ একেকটি জ্ঞানের সাগর । এখান থেকে জীবনঘনিষ্ঠ প্রচুর মুক্তো আরোহণ সম্ভব। আমার ইচ্ছে ছিল পুরো সূচিপত্র তুলে দিই। কিন্তু রিভিউ এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বিধায় দিচ্ছি না। সূচিপত্র থেকে মাত্র কয়েকটি শিরোনাম তুলে ধরছি:- 
° শুধু নিয়তই সওয়াবের কারণ হতে পারে।
° ধৈর্যের ফল সুমিষ্ট হয়।
° অনর্থক তর্কে জড়াবেন না।
° অহংকারী মনোভাব পরিত্যাগ করুন।
° গিবত থেকে নিজেকে বাচিয়ে রাখুন। 
° সংশোধনের জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প। 
° 'ও মাই গড ' না বলে ইন্নালিল্লাহি বলুন।
° পোশাক পরেও যারা নগ্ন। 
° ভালো কাজ করতে গড়িমসি করবেন  না। 
° যৌবনকালেই তওবা করুন। 
° থ্যাংক ইউ এর বদলে জাযাকাল্লাহ বলুন। 
° জিকির করি সবসময়। 
° তওবার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হয়। 

এভাবে পুরো বইতে স্থান পেয়েছে জীবনঘনিষ্ঠ অসংখ্য নির্দেশনামূলক কথামালা। যা পড়ে পাঠক অনেক কিছু জানতে এবং সে অনুযায়ী জীবনে বাস্তবায়ন করতে পারবেন বলে আশা করি। 
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ- 
বইটি যথেষ্ট সহজ ও সাবলীল ভাবে লেখা হয়েছে। কিছু বই নিছক আনন্দ দেয় আবার কিছু বই জীবন বদলে দেয়। কিন্তু এই বইটি জীবন বদলে দেয়ার মতো একটি বই। বইয়ের পাতায় পাতায় রয়েছে ইমান, আমল, নিয়ত, আচার আচরণ, তওবা ইত্যাদি সহ নানা বিষয়ে জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা। যা আপনার অন্তরে এনে দেবে অনাবিল প্রশান্তি। প্রতিটি শিরোনাম ভিত্তিক লেখাগুলো সংক্ষিপ্ত পরিসরের মধ্যে শেষ করার ফলে পড়তে গিয়ে কখনো ক্লান্তি আসবে না। তাই সকলের প্রতি অনুরোধ জীবন গড়ার কিছু কথা বইটি একবার হলেও পড়ুন এবং সেই সাথে বইতে প্রাপ্ত দিকনির্দেশনা গুলো বাস্তব জীবনে প্রতিফলন ঘটান। দেখবেন আপনার দ্বারাই গঠিত হবে সুখী সমৃদ্ধ নতুন জীবন।
➤ এক নজরে বই সম্পর্কেঃ- 
বইয়ের নাম : জীবন গড়ার কিছু কথা 
লেখক : নাজমুল ইসলাম কাসিমী
সম্পাদনা : মুফতী জিয়াউর রহমান 
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ 
মুদ্রিত মূল্য : ১১০ টাকা।

রিভিউ লিখেছেনঃ আব্দুর রহমান ভাই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ