বই - প্রোডাক্টিভ রামাদান লেখক - মুহাম্মাদ ফারিস, আলি হাম্মুদা প্রমুখ

Post ID 111458
বই - প্রোডাক্টিভ রামাদান
লেখক - মুহাম্মাদ ফারিস, আলি হাম্মুদা প্রমুখ
সংকলন ও অনুলিখন - মুওয়াহহিদ মুহাম্মাদ আব্দুল্লাহ
পৃষ্ঠাসংখ্যা - ১৯৩
মুদ্রিত মূল্য - ২৪০ টাকা
প্রকাশক - মাকতাবাতুল আসলাফ


বিষয়বস্তু :

রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত।প্রতি বছর মুসলিমদের জন্য এক বিরাট সুযোগ নিয়ে হাজির হয় রামাদান মাস।রামাদানে প্রত্যেক নেক আমলের সওয়াব দশগুণ থেকে সাতশ গুণ পর্যন্ত হয়ে থাকে! তার ওপর রোজার পুরস্কার আল্লাহ নিজে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।কিন্তু, একজন সাধারণ মানুষ তার জীবনে কয়টি রামাদান পালনের সুযোগ পেয়ে থাকে? ব্যতিক্রম না হলে আর আমাদের দেশের মানুষের গড় আয়ু হিসেব করলে ষাট বা সত্তরটি? কিন্তু, এই ক্ষনস্থায়ী জীবনেও অনেকে হেলাফেলা করে এই সুবর্ণ সুযোগটি নষ্ট করে ফেলে।পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করে না।বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজের মধ্যে ডুবে থেকে একটা আনপ্রোডাক্টিভ রামাদান পার করে দেয়।‘প্রোডাক্টিভ রামাদান’ বইয়ে রামাদানে প্রোডাক্টিভ থাকা নিয়ে একটা বাস্তবসম্মত গাইডলাইন দেয়া হয়েছে।রামাদানের প্রস্তুতি,লক্ষ্য,আদর্শ রুটিন,খাদ্যাভ্যাস,ফিটনেস ধরে রাখার উপায়,রামাদানে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি,রামাদানের সাফল্যতার পঞ্চতন্ত্রসহ রামাদান নিয়ে সামঞ্জস্যপূর্ণ বিবিধ বিষয় নিয়ে গোছালো আলোচনা করা হয়েছে। 

বইয়ের অধিকাংশ প্রবন্ধ প্রোডাক্টিভ মুসলিম ব্লগ থেকে নেয়া হয়েছে এবং অনুবাদের ক্ষেত্রে সরাসরি ভাষান্তর না করে ভাবানুবাদের চেষ্টা করা হয়েছে।পাশাপাশি অল্প কিছু স্থানে বাঙালি পাঠকদের বোধগম্য করার স্বার্থে অনুলিখন করা হয়েছে।এছাড়া বইটিতে দুইটি মৌলিক প্রবন্ধও স্থান পেয়েছে।

পাঠ প্রতিক্রিয়া :

বইটা খোলার সাথে সাথেই একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে।‘প্রোডাক্টিভ রামাদান’ বইয়ের সাথে আসলাফ একাডেমির ‘প্রোডাক্টিভ রামাদান’ কোর্সটি ফ্রীতে পাওয়ার জন্য একটা কুপন কোড দেয়া হয়েছে (কোর্সটি করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ)। বইতে উল্লেখিত টিপ্সগুলো বাস্তবসম্মতই ছিল। কিছু ক্ষেত্রে মনে হয়েছে, একই বিষয় শুধু হালকা ভাষা পালটে আবার আলোচনা করা হয়েছে।বানান ভুল দুয়েকটা চোখে পড়েছে।প্রোডাকশন সন্তোষজনক।বইটা পড়া শুরু করতে একটু লেইট হয়ে গেছে।রামাদানের শুরুতে পড়া শুরু করলে টিপ্সগুলো প্রথম রামদান থেকেই কাজে লাগানো যেত।যাইহোক, রামাদানের অবশিষ্ট দিনগুলো টিপ্সগুলোকে কাজে লাগিয়ে প্রোডাক্টিভ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

রেটিং - ৩.৮/৫

~ মোঃ মুস্তাকিম বি.
৪ মে, ২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ