চিলেকোঠা বই রিভিউ



বইটার নাম আর প্রচ্ছদ দেখেই পছন্দ হয়ে গেছিল।ভেবেছিলাম ভিতরের লিখা পড়লে মন ভরে যাবে কিন্তু না আমি ভুল ভেবেছি, লেখক প্রতারণা করেছে আমার সাথে। আমার তো মন ভরে নি।আমি তো আরও চেয়েছি। লেখক কেন শুধু প্রথম অংশ লিখলেন। এখন অন্য অংশের জন্য ওয়েট করতে হবে।আমি কিছু জানি না আমি খুব শীঘ্রই এর নেক্সট পার্ট চাই।খুব খুব খুব।💙💙


বইটি পড়ে মন না ভরলেও প্রান জুরোনোর মতো একটি বই বলা যেতে পারে।দৌনন্দিন জীবনে কীভাবে রাসুলের সুন্নাহ গুলোকে পালন করা যায় তা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক দাম্পত্যর মাধ্যমে।কত সহজ এ আমরা আল্লাহর প্রিয় হয়ে যেতে পারি।রাসুলের দেওয়া অনেক দোয়া রয়েছে তা আমরা এখন প্রায় ভুলতে বসেছি।এখানে বিভিন্ন উদাহরণ ও প্রক্ষাপট এর মাধ্যমে খুব সুন্দর বোধগম্য ও সহজ ভাবে তুলে ধরা হয়েছে এই ইবাদত গুলোকে।ছোট ছোট কিছু পদক্ষেপ আর বড় বড় নেকি। আপনারা এই দোয়া ও সুন্নাহ গুলো যেমন জানতে পারবেন তেমন ই অনুপ্রাণিত হবেন  তা পালন করতে।তাছাড়া দাম্পত্য জীবন কে সুন্দর ও ভালোবাসা পূর্ণ করতেও একটি প্রেসকিপশন এর মতো কাজ করবে।তাছাড়া পর্দা ও জন্মদিন পালন নিয়েও রয়েছে কিছু বিশদ আলোচনা। 


বেশিরভাগ ক্ষেত্রে উপরে চাকচিক্য হলে ভিতরে ফাটল হয়।কিন্তু আলহামদুলিল্লাহ বলে বলতে পারি এর উপরের চেয়ে ভিতর আরও আলোলিত।ইনশা আল্লাহ পড়ে ঠকবেন না।তাই যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন এই মনরোম বইটি🥰😍


বইটি হাদিয়া পেয়েছি তাই যে দিয়েছে তাকে জাযাকাল্লাহ না বলে পারছি না।💝💝


© Orchita Tania

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ