বইয়ের নামঃ জীবনে যা দেখলাম (৩য় খন্ড) লেখকঃ অধ্যাপক গোলাম আযম

Post ID 111420

বইয়ের নামঃ জীবনে যা দেখলাম (৩য় খন্ড)
লেখকঃ অধ্যাপক গোলাম আযম
কামিয়াব প্রকাশন লিমিটেড 

বইটি মূলত অধ্যাপক গোলাম আযমের জীবনী। তৃতীয় খন্ডে ১৯৬২ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ঘটনাবলী আলোচিত হয়েছে। এই খন্ডে মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকাও উঠে এসেছে। 

শুরুতেই তার অভ্যন্তরীনাদেশ প্রত্যাহার এবং জামায়াতে ইসলামী লাহোর সম্মেলনের আলোচনা এসেছে। অতঃপর আইয়ুব খান জামায়াত নিষিদ্ধ করে এবং মাওলানা মওদূদী সহ শূরার সকল সদস্যকে গ্রেফতার করা হয়। লাহোর জেল থেকে পরে বাংলাদেশের যারা তাদের ঢাকা জেলে পাঠানো হত। তাদের জেলজীবনের সাবলীল বর্ননা এসেছে। 

আইয়ুব খানের মৌলিক গনতন্ত্র প্রনয়ন, ফাতেমা জিন্নাহকে প্রার্থী করা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ এসেছে। তারপর মোনায়েম খানের শাসন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের সূচনা, পাক ভারত যুদ্ধ, তাসখন্দ চুক্তিতে আইয়ুব খানের পরাজয়ের প্রসঙ্গ এসেছে। পিডিএম এবং DAC এর আন্দোলনের বর্ননা এসেছে। সেই সাথে আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬ দফা এবং ভাসানীর ১১ দফার বর্ননাও এসেছে। শেখ মুজিবের হঠকারিতায় আইয়ুব খানের সাথে গোলটেবিল ব্যর্থ হওয়া, মাওলানা মওদূদীর সাথে শেখ মুজিবের সাক্ষাত এবং ইয়াহিয়া খানের সামরিক শাসন শুরু হওয়া বিবরণ এসেছে। 

নির্বাচনের প্রস্তুতি, পল্টন ময়দানে আওয়ামীলীগের হামলার প্রসঙ্গ এসেছে। নির্বাচন পরবর্তী ইয়াহিয়া খানের গড়িমাসি ভুট্টোর হঠকারিতা এবং পরিণামে মুক্তিযুদ্ধের শুরু৷ সেই সাথে শেখ মুজিবের চিন্তাভাবনা, সৈয়দ নজরুল ইসলামের সাথে ২৫ মার্চ রাতে এবং এর পূর্বে সাক্ষাতেরও বর্ননা এসেছে। তারপর ইসলামী দলগুলোর ভূমিকা, পাকিস্তান সেনাবাহিনীর মনোভাব, শান্তিকমিটি ও রেজাকার বাহিনী গঠনের বর্ননাও এসেছে। সেই পশ্চিম পাকিস্তানে থেকে ফিরতে না পারা এবং মক্কায় উমরা পালনের চমকপ্রদ বর্ননা এসেছে। 

মক্কা থেকে পাকিস্তান ফিরে আসা, কাশ্মির সফর, আবার মক্কায় যাওয়ার প্রস্তুতি, মাওলানা মওদূদীর সাথে বিদায়ী সাক্ষাতের বিবরণও এসেছে। 

১৬ ডিসেম্বর নিয়ে তার অনুভূতি এবং এর পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি ও ভারতের তৎপরতাও উঠে এসেছে। সেই সময়ে পশ্চিম পাকিস্তানের জনগণ এবং সেনাবাহিনীর মনোভাব, ইয়াহিয়া এবং ভুট্টোর ভূমিকাও তুলে ধরেছে। 

মক্কার মদীনার মসজিদের অতীত বর্তমানের সুন্দর বর্ননা এসেছে। অতীতের সাথে বর্তমানের সুযোগ সুবিধার পার্থক্যও তুলে ধরেছেন। হজ্জের হাকীকত নিয়েও সংক্ষিপ্ত আলোচনা এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ