________________
বই: শিকলবন্দী ক্ষমা
মূল: আলী আহমদ বা-কাসীর
ভাষান্তর: আব্দুল্লাহ মজুমদার
সম্পাদনা: রাজিব হাসান
প্রকাশক: আযান প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা: ১২৬
মুদ্রিত মূল্য: ১৯০ টাকা।
সাহিত্যের প্রাচীনতম শাখা কবিতার উপশাখা হিসেবে নাটকের উদ্ভব। বর্তমানে নাটক বইপুস্তকের চেয়ে টিভি কিংবা মঞ্চেই বেশি মানায়। আলী আহমদ বা-কাসীর রচিত, ১৯৪৯ সালে মিশরের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরস্কারপ্রাপ্ত নাটক 'আস সিলসিলাতু ওয়াল গুফরান' এর ভাষান্তর 'শিকলবন্দী ক্ষমা।' অনুবাদ করেছেন আব্দুল্লাহ মজুমদার, সম্পাদনায় রাজিব হাসান। ব্যক্তিগতভাবে আমি নিজে মঞ্চনাটকের সাথে জড়িত বলে, এই বইটি নিয়ে বেশ কৌতূহলী ছিলাম। অপ্রত্যাশিতভাবে লেখক-সম্পাদকদের উপহার হিসেবেই বইটি হাতে এসেছে।
.
আব্দুত তাওয়াব নামের এক ধনী ব্যবসায়ী আর তার পরিবার-প্রতিবেশীদের নিয়ে নাটকের কাহিনি গড়ে উঠেছে। দানশীলতা এবং বদান্যতার জন্য আব্দুত তাওয়াব সবার কাছে পরিচিত। বৈমাত্রেয় বিধবা বোন আসিয়া এবং তার মেয়েদের ভরণ-পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আব্দুত তাওয়াব।
তার বন্ধু কাসেম ঋণ পরিশোধে অপারগ হওয়ায় জেলবন্দি হন। এই অবস্থাতেই কাসেমের স্ত্রী গাইদার মৃত্যু হয়। আব্দুত তাওয়াব কাসেমের ঋণ পরিশোধ করেন এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় পুঁজি দিয়ে বন্ধুকে শামে পাঠানোর ব্যবস্থা করেন। আব্দুত তাওয়াবের বিয়ে হয় কাউসার নামে এক তরুণীর সাথে। বিয়ের দুই মাস পর ব্যবসার কাজে আব্দুত তাওয়াব শাম চলে যান।
ফিরে এসে দেখতে পান, কাউসার ভীষণ অসুস্থ, বাতের ব্যথায় ভুগছে সে। অথচ আশ্চর্য ব্যাপার হচ্ছে, কাউসারের পরিবার আব্দুত তাওয়াবকে স্ত্রীর কাছে ঘেঁষতে দিতে চায় না; সবসময় মেয়েকে আড়ালে রাখার চেষ্টা করে, এমনকি পর্দার অজুহাতে পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেও আপত্তি জানায়। এমন অবস্থায় কাসেমের শাশুড়ির কাছে আব্দুত তাওয়াব শোনেন, কাউসার গর্ভবতী! আব্দুত তাওয়াব এই ঘটনা বিশ্বাস কিংবা অবিশ্বাস - কোনোটাই করতে পারেন না। তার কেবল মনে হতে থাকে, অতীতের কোনো গোপন পাপের শাস্তিই কি আল্লাহ্ তাকে দিচ্ছেন? এটা কি পাপের কোনো চক্র, যা জনমভর চলতেই থাকবে? কী সেই শিকল, যা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে?
.
সত্যিই কি আব্দুত তাওয়াবের স্ত্রী ব্যভিচারী ছিলেন? নাকি এটা নিছক অপবাদ? আব্দুত তাওয়াবের মতো মুত্তাকি ব্যক্তির অতীত জীবনে কী এমন পাপ থাকতে পারে? কী-ইবা হয়েছিল, যার কারণে পাপের এক ঘূর্ণায়মান চক্রে আটকা পড়তে হয় আব্দুত তাওয়াব, তার স্ত্রী কাউসার, বন্ধু কাসেম, কাসেমের স্ত্রী, বোন এমনকি বোনজামাইকেও?
জানতে হলে ঝটপট পড়ে ফেলতে হবে শিকলবন্দী ক্ষমা নামের অসাধারণ এই বইটি।
বইটির অনুবাদ সাবলীল। ভাষার ব্যবহার যথাযথ। আমার মতো যাদের ইসলামি ঘরানার বই পড়ার অভ্যাস সামান্য, তাদের কাছেও বইটি সুখপাঠ্য হবে। আর যারা সামাজিক ঘরানার ইসলামি সাহিত্যের অপেক্ষায় তৃষ্ণার্ত ছিলেন, তাদের হৃদয় আর্দ্র করবে বইটি। আমি সবাইকে অনুরোধ করব এটা পড়ে ফেলতে। এই বছরের অন্যতম সেরা বই হতে চলেছে এটা, নিঃসন্দেহে।
রিভিউ লিখেছেন ভাইঃ Tazrian Alam Ayaz
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....