মিজানুর রহমান আজহারী 'মেসেজ' বই নিয়ে চমৎকার একটি পোস্ট

Post ID 111471

সম্প্রতি মেসেজ: আধুনিক মননের দিনের ছোঁয়া বইটি ব্যাপক হারে বিক্রি হয়েছে এমনকি আজহারী সাহেব জানিয়েছে বইটি সোল্ড আউট হয়ে গিয়েছে।
'ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া' বইটির প্রথম সংস্করণের সব বই ইতোমধ্যে সোল্ড আউট হয়ে যাওয়ায় বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এত মানুষ বই পড়ে! আল্লাহু আকবার! মালয়েশিয়াতে আজ জোহরের সালাতের পর বইটির দ্বিতীয় সংস্করণ আমার হাতে এসে পৌঁছেছে। নিজের প্রথম বইয়ের প্রথম স্পর্শানুভূতি সত্যিই অন্যরকম! আলহামদুলিল্লাহ ওয়াশশুকরু লিল্লাহ। 

বইটি অনেক নতুন পাঠক তৈরি করেছে বলে বিশ্বাস করছি; যারা আগে কখনও ঠিক সেভাবে বইয়ের সিরিয়াস পাঠক ছিলেন না। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বইটি আগ্রহভরে পড়ছেন দেখে ভালো লাগছে। সকলের বোধগম্য ভাষায় বইটি পাঠকের হাতে পৌঁছানোর একটা চেষ্টা আমরা করেছিলাম। পরিচিত-অপরিচিত অনেক মানুষ আমাকে বইটি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, দুআ করেছেন, উৎসাহিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

বইমেলার শেষ সপ্তাহে প্রকাশিত হলেও আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানিতে বইটি বেস্ট সেলার ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আমার মতো নবীন লেখকের বইয়ের এমন রেসপন্স সত্যিই অনেক অনুপ্রেরণার। আমার সীমিত সামর্থ্য নিয়ে বাংলাভাষী পাঠকদের সাথে থাকার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌।

অনেকেই বইটি সংগ্রহ করে পড়েছেন, রিভিউ দিয়েছেন, অন্যদের পড়তে উৎসাহিত করেছেন, প্রিয়জনদের উপহার দিয়েছেন, বইটি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আল্লাহ তায়ালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করুন, আপনাদের অশেষ ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, যারা অনেক সময় ব্যয় করে পুরো বইটি খুটে খুটে পড়ে ভুল-ত্রুটি বের করার চেষ্টা করেছেন; নিশ্চই তারা দ্বীনি পেরেশানি থেকেই এমনটি করেছেন। 

সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোভিড সিচ্যুয়েশনে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ