▪︎বইয়ের নাম: চেতনার ইশতেহার
▪︎লেখক: মুফতি হারুন ইজহার (হাফি.)
▪︎প্রকাশক: শব্দতরু
▪︎বইয়ের ধরণ: ইসলামি চেতনা ও মূল্যবোধ
▪︎প্রচ্ছদমূল্য: ৬৭/- (ছাড় দিয়ে ৪৫-৫০ টাকায় পাবেন ইনশাআল্লাহ)
শাইখ হারুন ইজহার হাফি. গ্রেফতার হয়েছেন বেশ কিছুদিন হলো। এর আগেও প্রায় দীর্ঘ তিন বছর ছিলেন এই ফ্যাসিবাদী সরকারের কারাগারে। কিন্তু কি দোষ এই মাজলুম দায়ীর। হ্যাঁ,এই সেক্যুলার রাস্ট্রে তার দোষ একটাই তিনি চেয়েছিলেন কুরআন আর ইসলামের প্রকৃত দাওয়াত তরুনদের মাঝে ছড়িয়ে দিতে।
সেক্যুলারিজম,ফেমিনিজম,কমিউনিজম,লিবারেলিজম,পুঁজিবাদ,সাম্রাজ্যবাদ,জাতীয়তাবাদ ও কথিত মানবতাবাদের মতো মানবসৃষ্ট মতবাদ বা নোংরা চিন্তাগুলো থেকে তরুণদের বের করে এনে নববী মানহাজের চিন্তা রোপণ করে দিতে চেয়েছিলেন সবসময়। এটাই হয়তো অনেকের এমনকি অনেক মুসলিম ভাইদেরও চক্ষুশূলের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। শাইখ বিভিন্ন মাহফিল,সভা-সেমিনার,দাওয়াতে এই বিষয়গুলো নিয়েই ঘুরেফিরে বারবার বলতেন,সচেতন করতেন। সেই কথাগুলোই কলমের কালিতে শাইখ ছড়িয়ে দেওয়ার চিন্তা করে রচনা করেছেন " চেতনার ইশতেহার " নামের বইটি।
মাত্র ষাট পৃষ্ঠার একটা ছোট পকেটবুক সাইজের বই। কিন্তু আশ্চর্যের বিষয় মোটামুটি সব বিষয়ই উঠে এসেছে বইটিতে। দামও কম মাত্র ৫০ টাকা বইয়ের। নিজের মুসলিম চেতনা,মুসলিম মূল্যবোধ জাগানোর এই বইটা অনেকাংশেই যথেষ্ট।
■ কি কি আছে বইটিতে :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
• সমকালীন জাহিলিয়াত-সেক্যুলারিজম তথা ইউরোপীয় রেনেসাঁর চ্যালেঞ্জ,পুঁজিবাদের জাহিলিয়াত,সামাজিক জাহিলিয়াত নিয়ে বইয়ের একাংশে খুব চমৎকার আলোচনা করা হয়েছে। উম্মাহর কতটুকু ক্ষতি করছে এবং মানবজাতি ও মুসলিম জাতিকে কতটা ধোঁকা দিচ্ছে এই মানবরচিত মতবাদগুলো এই নিয়ে একপ্রস্থ আলোচনা করা হয়েছে।
• এছাড়াও সেক্যুলার শিক্ষা,লিবারেল মুখোশে নবরূপে ক্রুসেড ও সাম্রাজ্যবাদ,বাঙ্গালি উগ্র ধর্মনিরপেক্ষতাবাদ নিয়েও মোটামুটি যতটুকু দরকার ততটুকু আলোচনা করা হয়েছে। উল্লেখিত অধ্যায়গুলোতে বর্তমান জাহিলিয়াত সমাজব্যবস্থা সম্পর্কে তরুনদের দারুনভাবে ম্যাসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূলত এই ছোট্ট বইটার পুরো অংশটাই তরুণদের জন্য ম্যাসেজ। কারণ বইয়ে বিস্তারিত আলোচনা কোনো আলোচনা হয়নি। দাওয়াতি পরিভাষায় যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে বইটিতে।
• বইটির প্রত্যেকটি অধ্যায়েই তরুণদের আহ্বান করা হয়েছে নববী মানহাজের পথে ফিরে আসতে। খন্ডিত ইসলাম চর্চা,দাওয়াহ বিবর্জিত রাজনীতি,বিপ্লবী চেতনা বিবর্জিত দাওয়াহ এসব সম্পর্কে অসাধারণভাবে আলোচনা করা হয়েছে।
• এছাড়াও এর শুরুটা কীভাবে হবে,তারুণ্যের মডেল কি হবে সীরাতে রাসূল না অন্য কিছু,ইসলামী তারুণ্যের চালিকা শক্তি কি,সংগঠন : ইসলামি তারুণ্যের প্রধান দূর্গ, ইমারাহর অবর্তমানে ইখতিলাফের সমাধান হবে সমন্বয় এসব বিষয় নিয়ে খুব সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে। যা তরুণদের জন্য এক একটা ম্যাসেজ।
• সবশেষ বইটিতে আমাদের মূলনীতি কি এ নিয়ে এগারোটি পয়েন্টে আলোচনা করা হয়েছে। যেখানে মূলত উঠে এসেছে এগারোটি শক্তিশালী দিকনির্দেশনা।
■ কারা পড়বেন এবং কেন পড়বেন :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইটি মূলত সবারই পড়া দরকার। যারা এসব বিষয় জানেন তাদের জন্যও কারণ যারা জানেন তাদের বইটি রিমাইন্ডার হিসেবে কাজ করে থাকবে। এছাড়া যারা কোন পথে এগোবেন পথ খুঁজে পাচ্ছেন না তারা পড়ে দেখতে পারেন বইটি। ইনশাআল্লাহ কিছুটা হলেও সমাধান পেয়ে যাবেন। তারপর বিস্তারিত ওসব বিষয়ে পড়ালেখা করলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করে থাকি।
■ আলোচনা-সমালোচনা :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইটির বাইন্ডিং,লেখার মান,ফন্ট সবকিছুই বেস্ট। বাট বইটা আরেকটু বিস্তারিত হওয়ার দরকার ছিলো বলে মনে করি। যদিও বইটা সংক্ষেপে আহবানমূলক বই তারপরও বইটা আরো কিছুটা বাড়ালে অনেকের জন্য সুবিধাজনক হতো বলে মনে করে থাকি। সর্বোপরি বইটার এই দিকটি ছাড়া বাকি সব দিকই ঠিক আছে ।
■ ব্যক্তিগত অনুভূতি :
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
ব্যক্তিগত অনুভূতি বাস্তবেই কয়েকদিন ধরে শাইখ গ্রেফতার হওয়ার ভোঁতা হয়ে আছে। বইটা কিনেছি প্রায় এক মাস আগে। পড়া হয়নি সময়ের অভাবে,শাইখ গ্রেফতার হওয়ার পর মনে হলো টেবিলে শাইখের লেখা বইটা পড়ে আছে। একটানে এক ঘন্টা বা তার থেকে কিছুটা বেশি সময় নিয়ে শেষ করে উঠলাম শাইখের ষাট পৃষ্ঠার ছোট্ট কিন্তু মহামূল্যবান বইটি। পড়ার সময় বারবার মনোযোগ হারাতে হয়েছে কারণ যার অসাধারণ এই লেখা পড়ছি তিনি আজ জালিমের জুলুমাতের শিকার হয়ে কারাগারে বন্দী। পুরোটা শেষ করার পর বুঝলাম তিনি যেই ম্যাসেজগুলো আমাদের দিতে চেয়েছিলেন সেই ম্যাসেজগুলো বইটাতেই আছে আর এটাই হয়তো অনেকের সহ্য হইনি। এক দায়ী কারাগারে গিয়েছেন লক্ষ দায়ী বের হবেন ইনশাআল্লাহ।
সর্বোপরি মনে করি সকলেরই উচিৎ বইটা পড়া, মাত্র এক ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে বইটা শেষ করতে কিন্তু সারা জীবনের জন্য অনুপ্রেরণা জোগাবে ইনশাআল্লাহ।
শাইখ আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনাই করি সবসময়। নবী ইউসুফ (আ.)-র পাঠশালায় যেসব আলিমই যান দ্বিগুণ শক্তিতে বের হয়ে আসেন,শাইখও বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। ফাক্কাল্লাহু আসরাহ....!!
■ এক নজরে বইটি :
▪︎বইয়ের নাম: চেতনার ইশতেহার
▪︎লেখক: মুফতি হারুন ইজহার (হাফি.)
▪︎প্রকাশক: শব্দতরু
▪︎বইয়ের ধরণ: ইসলামি চেতনা ও মূল্যবোধ
▪︎প্রচ্ছদমূল্য: ৬৭/- (ছাড় দিয়ে ৪৫-৫০ টাকায় পাবেন ইনশাআল্লাহ)
▪︎প্রকাশকাল: শাবান ১৪৪২ হিজরি/মার্চ ২০২১ ইসায়ি (প্রথম প্রকাশ)
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....