বই : বান্দার ডাকে আল্লাহর সাড়া book review with upcoming pdf
Post ID 111570
শাইখ ড. সাঈদ কাহ্তানি রহিমাহুল্লাহ-এর “হিসনুল মুসলিম” বইটি পড়েননি, এমন মুসলিম হয়তো খুব কমই পাওয়া যাবে। মুসলিম-সমাজে শাইখের এ কিতাবটি বেশ সমাদৃত হয়েছে। কিন্তু এটি শাইখের মূল বইয়ের তিনভাগের একভাগ মাত্র, যেখানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়েছে।
বই : বান্দার ডাকে আল্লাহর সাড়া
মূল কিতাব : আয-যিকর ওয়াদ দুআ ওয়াল ইলাজ বির রুকা
লেখক : ড. সাঈদ ইবনু আলি কাহতানি (রহিমাহুল্লাহ)
অনুবাদক : শাইখ জিয়াউর রহমান মুন্সী
পৃষ্ঠা : ৩৬০
সর্বোচ্চ খুচরা মূল্য : ৫০০৳
বাঁধাই : হার্ড কভার।
![]() |
allahor dake bandahor Shara book review |
শাইখ ড. সাঈদ কাহ্তানি রহিমাহুল্লাহ-এর “হিসনুল মুসলিম” বইটি পড়েননি, এমন মুসলিম হয়তো খুব কমই পাওয়া যাবে। মুসলিম-সমাজে শাইখের এ কিতাবটি বেশ সমাদৃত হয়েছে। কিন্তু এটি শাইখের মূল বইয়ের তিনভাগের একভাগ মাত্র, যেখানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়েছে।
.
কোন দিন দুআ করলে আল্লাহ তা কবুল করে নেওয়ার ওয়াদা করেছেন, কোন মুহূর্তের দুআ ফেরত দেওয়া হয় না, কী কী কারণে দুআ কবুল হয় না ইত্যাদি বিষয়গুলো আমরা অনেকেই জানি না। এগুলো বিস্তারিতভাবে শাইখ তার মূল কিতাবে আলোচনা করেছেন। পাশাপাশি কুরআন-সুন্নাহ দিয়ে শারীরিক ও মানসিক রোগের চিকিৎসা (রুকইয়া) কীভাবে করা যায়, সেটাও দালীলিকভাবে আলোচনা করেছেন। দুআ, যিকর, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়গুলো একই কিতাবে স্থান পাওয়ায় এটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে মুসলিম উম্মাহর কাছে এতটাই সমাদৃত হয়েছে যে, এ যাবৎ বিশ্বের প্রায় ৪০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। তাই যারা মূল কিতাবটির বাংলা অনুবাদের জন্যে অপেক্ষা করছিলেন, তাদের জন্যে অনন্য এক উপহার—“বান্দার ডাকে আল্লাহর সাড়া”।
নবিজির দেখানো পথে আল্লাহ তাআলাকে ডাকার জন্যে, প্রতিটি সচেতন মুসলিমের ঘরে এই মূল্যবান কিতাবটি রাখা উচিত।
.
বই : বান্দার ডাকে আল্লাহর সাড়া
মূল কিতাব : আয-যিকর ওয়াদ দুআ ওয়াল ইলাজ বির রুকা
লেখক : ড. সাঈদ ইবনু আলি কাহতানি (রহিমাহুল্লাহ)
অনুবাদক : শাইখ জিয়াউর রহমান মুন্সী
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....