বই: ইনফার্নো।
লেখক: ড্যান ব্রাউন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর আতংকিত কারন ইতিমধ্যে সে জেনে গিয়েছে এক অসাধারন মেধাবী জেনেটিক ইঞ্জিনিয়া দান্তের ইনফার্নো থেকে অনুপ্রাণিত হয়ে অধিক জনসংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য আবিষ্কার করেছে এক মহামারি মানব ধ্বংসকারী জীবানু প্লেগ। জীবানুটি একটি প্লাস্টিক ব্যাগে ভুগর্ভস্থ পানির টানেলে রাখা আছে যা আর মাত্র একদিন পরই ব্লাস্ট করে পানিতে মিশে যাবে আর নিমেষেই মানব দেহে ঢুকে পড়বে। কিন্তু জায়গাটি কোথায় তা জানে না কেউ। একটা ভিডিও চিত্রের মাধ্যমে জায়গাটা চিহ্নিত করাও কষ্টসাধ্য কিন্তু অসম্ভব না। আর এই জায়গা চিহ্নিত করার ক্ষমতা শুধু একজনই রাখে, রবার্ট ল্যাংডন হার্ভাডের প্রফেসর, সিম্বোলজিস্ট। কিন্তু সমস্যা হল ভুল দেশে তারা অনুসন্ধান চালায় এদিকে সময়ও কমে আসছে।
,
অসাধারন একটা থ্রিলার যারা প্রতি পরতে পরতে আছে টুইস্ট। এক একটা প্লটের টুইস্ট থেকে আরেকটা প্লটের টুইস্ট আরো বেশি উত্তেজনাকর।
,
ড্যান ব্রাউনকে নিঃসন্দেহে এক নতুন অবিনব থ্রিলারের জনক বলা চলে। ইতিহাস, বিজ্ঞান, শিল্প কলা, সংস্কৃতির সাথে পাঠককে কি দারুন ভাবেই না তিনি পরিচয় করান যা সত্যি অনবদ্য।
,
অন্যান্য বারের মত এবারো নিউইয়র্ক টাইমস্, দ্য ওয়াল স্টৃট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, দ্য বোস্টন গ্লোব, ডেইলি নিউজ এবারো তার লিখার প্রশংসায় পঞ্চমুখ।
অসাধারন থ্রিলার যা আপনাকে রোমাঞ্চিত করবেই।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....