বইয়ের নামঃ দাওয়াতে দীন ও তার কর্মপন্থা।
লেখকঃ মাওলানা আমিন আহসান ইসলাহী।
অনুবাদঃ মুহাম্মদ মূসা।
আমরা অনেকেই তাবলীগের মাধ্যমে, কোন সংগঠনের অধীনে কিংবা ব্যাক্তিগত উদ্যোগে অনেকেই মানুষকে দ্বীনের দিকে ডাকি। কিন্তু এক্ষেত্রে গাইডলাইনের সবচেয়ে বেশী অভাব। সঠিক গাইডলাইন না থাকায় দাওয়াত কার্যকরী হয় এবং অনেক ক্ষেত্রে হীতে বিপরীতও হতে পারে। সেক্ষেত্রে এই বইটি দাওয়াতী কাজের উপর একটা ব্যাসিক বই হিসেবে গণ্য হওয়ার যোগ্যতা রাখে।
বইটি মূলত ১৫ টি অধ্যায়ে বিভক্ত। প্রথম দুই অধ্যায়ে দ্বীনকে সামগ্রিকভাবে তুলে না, অন্য ধর্মের মিশনারীদের অনুসরণের চেষ্টাসহ এ ধরনের বর্তমানে প্রচলিত তাবলীগ তথা দাওয়াতের কিছু ক্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে।
পরবর্তী অধ্যায়গুলোতে ক্রমান্বয়ে নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের উদ্দেশ্য কারণ, দাওয়াতের ক্ষেত্রে কাদেরকে আগে বাছাই করতে হবে, দাওয়াতের পন্থা কি হবে ইত্যাদি আলোচনা এসেছে। আমরা দাওয়াতের ক্ষেত্রে তর্ক বিতর্কের দিকে চলে যাই, বইয়ে এই বিষয়টি ভুল হিসেবে সাব্যস্ত করে সমালোচনা করা হয়েছে। তাছাড়া আহবানকারীর বৈশিষ্ট্য কি হবে, যাকে দাওয়াত দেওয়া হবে তার মনস্তত্ব কিভাভে বুঝা যাবে এবং মনস্তত্ত্ব অনুযায়ী কোন বিষয়ে দাওয়াত দিতে এসব ব্যাপারে বিস্তারিত এসেছে।
বইয়ের শেষদিক দিকে বিরুদ্ধবাদিতার স্বরুপ এবং মোকাবেলার উপায় সহ হকের দাওয়াত কিভাবে ক্রমান্বয়ে জিহাদের ধাপে অগ্রসর হবে তা বিস্তারিত আলোচনা হয়েছে৷
সর্বোপরি বইটি যেভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাই পয়েন্ট ভ্রান্তিগুলো ধরিয়ে দিয়েছে এবং সঠিক পদ্ধতির যে পুঙখানুপুঙখ বর্ননা দিয়েছে, তা দ্বীনের দ্বায়ীদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে৷
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....