বইঃ ঢাকাইয়্যা গল্পগুলো। লেখকঃ আসলাম সানী bangla book review

Post ID 111431

বইঃ ঢাকাইয়্যা গল্পগুলো।
লেখকঃ আসলাম সানী
ধরনঃ গল্পগ্রন্থ 
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন 
মূল্যঃ ২০০ টাকা 

সত্যের ভাত নাই হালায়, বুঝছেন এই দুনিয়ায় হালায় মিথ্যারই জয়। চোরের মার বড় গলা আর যত দোষ নন্দঘোষ। সব দোষ বদির। 
এক নিশ্বাসে অনেকক্ষণ কথা বলেই যায় বদি। পেয়ারি বানু তাকে ধমকায় এতো প্যাচাল পারিচ না মমদা, ফকিরের ঘরের ফকির, ভিক্ষাবি মাঙ্গে আবার বড়ো বড়ো কথা....। 
বদি আবার খেপে  ওঠে দ্যাহো ফুবু, আমি মাঙি মাগার চুরি তো করিনা, হালায় জানা ভুটু,রাজাকার,পাকবাহিনীগো দালাল আছিলো,মানুষ মারছে, ঋষিপট্টিতে হিন্দুদের বাড়ি দখল করছে আবার স্বাধীনের পরে বিহারি বাড়ি ঘরবি লুটছে, অহন আবার আমারে গাইলায়....। ঔ চুপ কর চুপ কর, অয় হুনলে তোর বিপদ আছে। 
কি করবো? কী করবো, আমি হালায় অরে ডরাই না? ফুরু তুমি আমারে যা কও না কও মাগার ফকিরের বাচ্চা কইবা না, তুমি জানো না, আমার বাপজান, মফিজুদ্দি কমান্ডার, মুক্তি আছিলো?
একাত্তর সালে যুদ্ধবি করছে খানসেনাগো মারছে। আমি গরিব অইবার পারি তাব্বি আমি বুক ফুলাইয়া কইবার পারি আমি মুক্তিযোদ্ধার পোলা।আমার বাপে সৎ মানুষ আছিলো, কেউরটা মাইরাবি খায়নি, লুটতরাজ দখলবি করে নাইক্কা,দূর্নীতিবাজ সন্ত্রাসবি আছিলো না। আমিবি খাইটা খাই। দেশটা আমাগো। অর বাপের রাস্তায় বইছি?  আমি ফেরি করি, রিকসা চালাই মাগার চুরি তো করি না। 

বইঃ ঢাকাইয়্যা গল্পগুলো
লেখকঃ আসলাম সানী
ধরনঃ গল্পগ্রন্থ 
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন 
মূল্যঃ ২০০ টাকা 
কিংবদন্তী পাবলিকেশন   থেকে প্রকাশিত সকল বই ঘরে বসে পেতে অর্ডার করুন রকমারি থেকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ