বই: দুআ কবুলের গল্পগুলো
সংকলকঃ রাজিব হাসান
আযান প্রকাশনী
ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ؕ
তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।
(সূরা মুমিনঃ৬০)
وَ الَّذِیۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَۃً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ ذَکَرُوا اللّٰہَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِہِمۡ ۪ وَ مَنۡ یَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰہُ ۪۟
এবং যখন কেহ অশ্লীল কাজ করে কিংবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং অপরাধসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ ব্যতীত কে অপরাধসমূহ ক্ষমা করতে পারে?
( সূরা আলে-ইমরানঃ১৩৫)
দৈনন্দিন জীবনে আমরা যখনই কোন বিপদের সম্মুখীন হই তখনই আমরা মহান সৃষ্টিকর্তার শরণাপন্ন হই৷ তাঁর কাছে চাই৷
প্রার্থনা করি যে,হে আমার রব তুমি আমাকে এটা দান করো৷ ওই আশাটা পূর্ণ করো৷ এমন অনেক কিছু৷
মহান আল্লাহ সবসময় আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন৷ মাঝেমধ্যে আমরা দুআ করতে গিয়ে হতাশ হয়ে যাই৷ অস্হির হয়ে পড়ি৷ অনেক সময় আমরা দুআ করতেই ভূলে যাই৷ আমরা আল্লাহ প্রদত্ত নিআমতের কথা মনেই করিনা৷ আমার লিভার ফাংশন,রেনাল ফাংশন,সারকুলেশন,আই ফাংশন,হিয়ারিং,বাওয়েল ফাংশন,নার্ভাস সিস্টেমের ফাংশন সবকিছুকেই গিভেন মনে করে নিআমতের কোন শুকরিয়াই আদায় করি না৷
সর্বাবস্হায় আমাদেরকে আল্লাহ প্রদত্ত নিআমতের শুকরিয়া আদায় করে যেকোন চাওয়া তার কাছে পেশ করা উচিত৷
আর আল্লাহ কিভাবে আমাদের ইখলাছ সহকারে করা দুআ কবুল করে নেন তা নিম্নোক্ত বইটিতে ৪৩ টি চমৎকার গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে৷
ফুসফুসে ছড়িয়ে যাওয়া ব্রেস্ট ক্যান্সারের রোগীর আরোগ্য লাভ,মায়ের দুআর কারণে বাউণ্ডুলে ছেলেটির কা'বার ইমাম হওয়া,অ্যাজুস্পার্মিয়া তে আক্রান্ত রোগীর তিনটি সন্তান জন্ম হওয়া,বৃদ্ধার দুআর কারণে ৩২ বছরে ৩২ বার হজ্জ্ব করা এমন আরো সুন্দর সুন্দর ঘটনা দ্বারা বইটি পরিপূর্ণ৷ অবশেষে দুআ কবুলের ১৪ টি উপায়,১৭ টি আদব এবং ২৮ টি স্হান,ক্ষেত্র,সময়ের কথা উল্লেখ করে বইটির ইতি টানা হয়েছে৷
অনেকদিন মহান রবের কাছে যাদের কিছু চাওয়া হয়ে উঠছেনা তাদের জন্য রিকমেণ্ড করলাম৷ আশা করি উপকৃত হবেন৷
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....