বইয়ের নাম:এসো ঈমান মেরামত করি।
লেখক:শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদ:আব্দুল্লাহ শামাউন আলী
প্রকাশনী:আর-রিহাব পাবলিকেশন্স
মুদ্রিতমূল্য:১২০ টাকা
"হে ঈমানদারগণ!তোমরা আল্লাহকে ভয় কর,যেমন তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।"
সূরা আলে-ইমরান,আয়াত-১০২
বুক রিভিউ:
ঈমানের দুর্বলতা আজ মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।অনেকের উপর এই ব্যাধির ক্রিয়া স্পষ্ট লক্ষ্য করা যায়।এই ব্যাধিই সব বিপদের মূল এবং সব ঘাটতির কারণ।
"এসো ঈমান মেরামত"করি বইটিতে মুসলমানদের এই কঠিন রোগ অর্থাৎ ঈমানের দূর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটিকে তিনটি অধ্যায়ে ভাগ করে আলোচনা করা হয়েছে।প্রথম অধ্যায়ে দুর্বল। ঈমানের বহিঃপ্রকাশ,দ্বিতীয় অধ্যায়ে ঈমানের দুর্বলতার কারণ এবং তৃতীয় অধ্যায়ে দুর্বল ঈমানের চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়েছে।
দুর্বল ঈমানের বহিঃপ্রকাশ:
এই অধ্যায়ে কি কি কাজের দ্বারা ঈমানের দুর্বলতা বুঝা যায় অর্থাৎ ঈমানের দুর্বলতার লক্ষণসমূহ আলোচনা করা হয়েছে।
এই অধ্যায়টি পাঠের দ্বারা আমরা খুব সহজেই আমাদের ঈমানের দুর্বলতার লক্ষণসমূহ চিহ্নিত করতে পারব।
ঈমানের দুর্বলতার কারন:
এই অধ্যায়ে আমাদের ঈমান কেন দুর্বল হয়,কোন কোন কাজ করলে আর কোন কোন কাজ না করলে ঈমানে দুর্বলতা দেখা দেয় সেই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
দুর্বল ঈমানের চিকিৎসা:
এই অধ্যায়ে ঈমানের দুর্বলতার প্রতিরোধ এবং প্রতিবিধান নিয়ে আলোচনা করা হয়েছে।
কোন কোন কাজ করার দ্বারা এবং কোন কোন কাজ ছাড়ার দ্বারা ঈমানের দুর্বলতা রোধ করা যায় এবং ঈমানকে তাজা করা যায় সেই বিষয়েই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
পাঠ প্রতিক্রিয়া:
বইটি পড়ে আমি আমার মধ্যে থাকা বিভিন্ন ঈমানের দুর্বলতার লক্ষণসমূহ সম্পর্কে জানতে পেরেছি।
কেন আমার মধ্যে ঈমানের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে,সে সম্পর্কে খুব সহজভাবে এবং সুন্দরভাবে জানতে পেরেছি।
এবং ঈমানের দুর্বলতা কাটিয়ে উঠে ঈমানকে তেজদ্বীপ্ত করার মাধ্যমও জানতে পেরেছি।
ঈমানকে তাজা করার সবগুলো কাজ না করলেও ,কিছু কাজ করার সামর্থ্য আল্লাহ তাআলা মাঝেমধ্যেই দিয়ে দেন।আলহামদুলিল্লাহ।
আমার ব্যক্তিগত র্যাটিং:১০/১০
বইটি কেন পড়া উচিত:
ফেরেশতাদের ঈমান স্বাভাবিক।কখনো বাড়েও না,কমেও না।
নবীদের ঈমান শুধু বাড়ে,কখনোই কমে না।
আর মানুষের ঈমান বাড়েও এবং কমেও।
কিভাবে মানুষের ঈমান বাড়ে-কমে তা জানার এক অনন্য মাধ্যম "এসো ঈমান মেরামত করি" বইটি।
বইটি পড়ে আমরা আমাদের ঈমানের দুর্বলতার লক্ষণসমূহ,তার কারণ এবং তার চিকিৎসা সম্পর্কে জানতে পারবো।এবং ঈমানের দুর্বলতা কাটিয়ে সর্বদা ঈমানী হালতে থাকতে পারব ইনশাআল্লাহ।
সবাইকে বইটি পড়ার আমন্ত্রণ রইল।
বি:দ্র: বইটি রুহামা পাবলিকেশন থেকেও "ঈমানের দুর্বলতা" নামে প্রকাশিত হয়েছে।
0 মন্তব্যসমূহ
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....